এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > কাটমানি প্রসঙ্গে ফের বিস্ফোরক মুকুল রায়, ফের আক্রমণ প্রাক্তন নেত্রীকে

কাটমানি প্রসঙ্গে ফের বিস্ফোরক মুকুল রায়, ফের আক্রমণ প্রাক্তন নেত্রীকে


কাটমানি প্রসঙ্গে এবার সরাসরি আক্রমণের লক্ষ‍্য হলেন মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জী। তাৎপর্যপূর্ণভাবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করলেন তাঁরই এককালের সতীর্থ অধুনা বিজেপি নেতা মুকুল রায়। গতকাল মহম্মদবাজারের হুল উৎসবে যোগ দিতে এসে মুকুল রায় বক্তব্য রাখেন “২৫ শতাংশ টাকা নেতারা রাখো আর ৭৫ শতাংশ দলকে দাও । তাহলে ৭৫ শতাংশ কাটমানির টাকা মমতাদেবীর কাছে আছে । এই টাকা মমতাদেবীকেই ফেরত দিতে হবে ।” পাশাপাশি মুকুল বাবুর চাঞ্চল্যকর অভিযোগ, “সব থেকে বেশি তোলা আছে তৃণমূল কংগ্রেস দপ্তরে ।”

এইদিন বীরভূমের মহম্মদবাজারের পাঁচামিতে আদিবাসী গাঁওতার উদ্যোগে হুল উৎসবের আয়োজন করা হয় । সেই উৎসবে যোগ দিতে এসে মুকুলবাবু তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগের বোমা বর্ষণ করেন। তিনি বলেন, “আজ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন তোলা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সেই কথার রেশ ধরেই বলছি এই এলাকায় ডুপ্লিকেট চালান দিয়ে তোলা আদায় করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এই মহম্মদবাজার এলাকার স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ নকল চালান ছাপিয়ে তোলা আদায়ের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় তৃণমূলের নেতারা তোলাবাজিতে জড়িত। প্রশাসনের সঙ্গে যোগসাযোশ থাকায় পুলিশ তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনও ব‍্যবস্থা নেয়না।এইদিন মুখ‍্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন‍্য দাবি জানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!