এখন পড়ছেন
হোম > অন্যান্য > কতটা ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় যশ? কতটা ক্ষতি হতে পারে রাজ্যের? কি বলছেন আবহাওয়াবিদরা? জানুন বিস্তারিত

কতটা ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় যশ? কতটা ক্ষতি হতে পারে রাজ্যের? কি বলছেন আবহাওয়াবিদরা? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়ার আশঙ্কা আছে ঘূর্ণিঝড় যশের। আবহবিদরা জানাচ্ছেন, ইতিমধ্যেই গতিমুখ পরিবর্তন করেছে যশ। এর মধ্যেই পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এই নিম্নচাপ এবার সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে আগামী কালই। আশঙ্কা রয়েছে, মঙ্গলবার থেকেই শুরু হবে দুর্যোগ। বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে দুরন্ত গতিতে আছড়ে পড়বে যশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহবিদেরা জানাচ্ছেন, নিজের গতিপথ পরিবর্তন করে দীঘা,শঙ্করপুর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা আছে ঘূর্ণিঝড় যশের। এজন্য এই স্থান থেকে বহু মৎসজীবীকে সরিয়ে আনা হয়েছে। ভাঙ্গা বাধ মেরামতির কাজ শুরু হয়েছে। উপকূল এলাকা থেকে প্রায় সমস্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এসে পৌঁছেছে। অনেকে আশঙ্কা করছেন, আমফানের দাপটকেও ছাড়িয়ে যেতে পারে ঘূর্ণিঝড় যশ।

ঝড়ের গতিবেগ থাকতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। আবহবিদেরা আরও জানাচ্ছেন যে, কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। গতকাল এই নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এখন ক্রমশ তার শক্তি বাড়বে। মঙ্গলবার থেকে দুর্যোগ শুরু হতে পারে। মঙ্গলবার থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর বুধবার আশঙ্কা রয়েছে তীব্র ঝড়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!