এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “কাউকে বলতে দেয় না, বলতে দেয় নাকি?” বিধানসভা নিয়ে শাসককে সপাটে জবাব শুভেন্দুর!

 “কাউকে বলতে দেয় না, বলতে দেয় নাকি?” বিধানসভা নিয়ে শাসককে সপাটে জবাব শুভেন্দুর!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে। এমনকি বারবার সেই কারণে বিরোধীরা ওয়াকআউট করতে বাধ্য হয়। আর এই পরিস্থিতিতে বিরোধীরা অধিবেশনে অংশগ্রহণ করে না বলে যখন শাসক অভিযোগ করছে, ঠিক তখনই সপাটে জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কাউকে বলতে দেয় না। বলতে দেয় না কি কাউকে? এক্সপাঞ্জ করে দেয়। বিরোধী দলনেতাকে প্রচুর মাস বাইরে রেখে দিয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!