এখন পড়ছেন
হোম > অন্যান্য > কবে আসবে ভ্যাকসিন? আদৌ ভ্যাকসিন কি কার্যকর হবে কোরোনার নতুন স্ট্রেন এর বিরুদ্ধে? জানুন বিস্তারিত

কবে আসবে ভ্যাকসিন? আদৌ ভ্যাকসিন কি কার্যকর হবে কোরোনার নতুন স্ট্রেন এর বিরুদ্ধে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য তথা দেশের কোরোনার গ্রাফ বেশ কিছদিন ধরেই নিম্নমুখী। মানুষ একটু সস্তির নিশ্বাস ফেলতেই, নতুন আতঙ্ক সৃষ্টি করেছে কোরোনা তার নতুন স্ট্রেন নিয়ে। ব্রিটেনে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার কোরোনা। সভাবাতই ছড়িয়েছে নতুন আতঙ্ক।

জানুয়ারি মাস থেকেই দেশ ব্যাপী টিকাকরণ শুরু করার কথা মাথায় রেখেই এই দুদিন ব্যাপী ভ্যাকসিনেশন এর মহড়া চালানো হয়েছে ২৮-২৯ শে ডিসেম্বর। কোভিড ১৯ টিকাকরণ প্রক্রিয়ার প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং তার মধ্যে খুঁত কিছু রয়েছে কিনা সেটা জানার জন্য শুরু হলো দুদিন ব্যাপী কোরোনা ভাইরাসের টিকাকরণ প্রোগ্রাম এর মহড়া চালানো হয়। পাঞ্জাব, আসাম, অন্দ্রপ্রদেশ এবং গুজরাট এই চার রাজ্যে কোরোনা ভাইরাসের টিকাকরণ প্রোগ্রাম এর “ড্রাই রান” চালানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরই মধ্যে সোমবার আদর পুনাওয়ালা জানিয়েছেন যে, সিরাম ইনস্টিটিউট এর তরফ থেকে তারা আশাবাদী আর মাত্র কয়েকদিনের মধ্যেই আস্তে চলেছে সুখবর। কয়েকদিনের মধ্যেই, ব্রিটিশ এবং ভারত সরকার অক্সফোর্ড – অস্ট্রাজেনেকার তৈরি কভিদ ১৯ ভ্যাকসিন কে ব্যবহারের জন্য অনুমোদন দিচ্ছে।

ইতিমধ্যে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বিশ্বের বিভিন্ন দেশের রাতের ঘুম উড়িয়েছে। কোরোনা এর নতুন স্ট্রেন যা ব্রিটেনে বসিয়েছে তার করাল থাবা, বিশেষজ্ঞদের মতে বর্তমান কভিদ ১৯ এর থেকে ৭০% বেশি সংক্রমক। দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়াতেও এরম অতি সংক্রমক কোরোনা এর নতুন স্ট্রেন পাওয়া গেছে।

ব্রিটেন ফেরত বহু মানুষের মধ্যে, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই নতুন স্ট্রেন এর নমুনা ইতিমধ্যে পাওয়া গেছে। ভ্যাকসিন গুলি এই নতুন স্ট্রেন এর বিরুদ্ধে কতটা কার্যকর সেই নিয়ে কপালে ভাঁজ সকলের। তবে মঙ্গলবার সরকারের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার নতুন ধারার কোরোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা কার্যকর হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!