এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কে বেশি কাছের? মতুয়া-মন পাওয়ার লড়াইয়ে তৃণমূল বিজেপি !

কে বেশি কাছের? মতুয়া-মন পাওয়ার লড়াইয়ে তৃণমূল বিজেপি !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন রাজ্যের শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির নির্বাচনী লড়াইয়ে পরিণত হয়েছে। রাজ্যের শাসন ক্ষমতা ধরে রাখতে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল। আবার রাজ্যের শাসন ক্ষমতা দখলে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে বিজেপি। এই পরিস্থিতিতে মতুয়া ভোটব্যাংক নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে দু’দলের মধ্যে। দু’দলই মতুয়াদের মন পাওয়ার চেষ্টায় তীব্রভাবে সচেষ্ট।

আগামী নির্বাচনে মতুয়াদের মন জয় করতে মতুয়াদের জন্য বহু প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তর ২৪ পরগনার বনগাঁর সভাতে। তবে, এর পাশের জেলা নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় মুখ্যমন্ত্রীর ঘোষণা কোন প্রভাব ফেলতে পারবে না বলে বিজেপি নেতাদের দাবি। তবে তৃণমূলের দাবি তৃণমূলের দিকেই আছেন মতুয়ারা।

প্রসঙ্গত নদীয়া জেলা দক্ষিণের বেশকিছু বিধানসভা এলাকায় মতুয়াদের সংখ্যার আধিক্য আছে। রানাঘাট লোকসভা কেন্দ্রের একটা বিরাট অংসে তাদের সংখ্যাধিক্য। কৃষ্ণনগর, রানাঘাট উত্তর, পূর্ব, রানাঘাট দক্ষিণের মতো বেশ কিছু অঞ্চলে প্রচুর সংখ্যাতে মতুয়াদের বসবাস। এই এলাকা গুলি অনেকদিন ধরেই তৃণমূলের দখলে ছিল। কিন্তু, বিগত ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই এলাকাগুলিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বনগাঁ, রানাঘাট লোকসভা আসনে তৃণমূল পরাজিত, জয়লাভ করেছে বিজেপি।

মতুয়া অধ্যষিত এলাকাগুলিতে হারানো জমি পুনরুদ্ধারে একেবারে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে, এলাকাগুলিতে নিজেদের ভিত আরো শক্ত করতে সচেষ্ট হয়েছে বিজেপি শিবির। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে বনগাঁ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সরকারি ছুটির ঘোষণা করেছেন। মতুয়া উন্নয়ন পর্ষদের ঘোষণা তিনি ইতিপূর্বে করেছিলেন। সেদিন তিনি পাঠ্যসূচিতে হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে, হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এই অঞ্চলে এনআরসি করা হবে না। সেদিন মুখ্যমন্ত্রীর সভায় যথেষ্ট লোক সমাগম হয়েছিল। যা দেখে হাসি চওড়া হয়েছিল শাসকদল তৃণমূলের। মুখ্যমন্ত্রীর এই সভার পর তৃণমূল পন্থী মতুয়া সংগঠনের জেলা সভাপতি প্রমথরঞ্জন বোস জানালেন যে, মুখ্যমন্ত্রীর ঘোষণাতে অত্যন্ত খুশি হয়েছেন মতুয়ারা। তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন মতুয়ারা। তিনি জানালেন, সকলে নিঃশর্ত নাগরিকতা চায়। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি সরকার মতুয়াদের জন্য কিছুই করেনি। তাই বিজেপির প্রতী মতুয়াদের আর কোনো আস্থা নেই।

তবে, মুখ্যমন্ত্রীর ঘোষণাতে নদীয়ার দক্ষিণের মতুয়াদের উপর তার কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন বিজেপি পন্থীরা মতুয়া সংগঠনের নেতারা। বিজেপি পন্থী মতুয়া সংগঠনের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি মুকুটমনি অধিকারী জানালেন, ” ছুটি এবং সিলেবাসে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের কথা অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে তাতে আগে সরকারি শিলমোহর পড়ুক। আর বিশ্ববিদ্যালয়ের কথা অনেক দিন ধরে চলছে কিন্তু এখনও একটি ইটও গাঁথা হয়নি।’’

এ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মতুয়াদের স্থায়িত্বের কোন কথা বলেননি। বলেননি তাদের নাগরিকত্বের কথা। কিন্তু নানা সরকারি কাজে ১৯৭১ সালের নথি সরকার বারবার চেয়েছে। তাই এতে তাদের মন জয় করা যাবে না। এভাবে মতুয়া ভোটব্যাঙ্ক দিয়ে দড়ি টানাটানি শুরু হলো তৃণমূল ও বিজেপির।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!