এখন পড়ছেন
হোম > জাতীয় > কে হতে চলেছেন সিবিআই প্রধান? কার ভাগ্যে শিকে ছিঁড়বে?

কে হতে চলেছেন সিবিআই প্রধান? কার ভাগ্যে শিকে ছিঁড়বে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে সিবিআই নারদা কাণ্ড নিয়ে জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে। নারদা কেলেঙ্কারির মামলা শুরু হয় দীর্ঘদিন আগেই। সবশেষে চার্জশিট জমা পড়ে এবং সিবিআই গ্রেপ্তার করে চার নেতা মন্ত্রীকে। কিন্তু এবার সিবিআইয়ের অন্তর্বর্তী একটি সমস্যা সামনে এসেছে। সিবিআই এর প্রধানের চেয়ারটি বর্তমানে ফাঁকা, তাই সেই চেয়ারে বসবেন কে, তা নিয়ে চলছে উচ্চ পর্যায়ের আলোচনা। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি একটি বৈঠকে বসতে চলেছেন। তিন সদস্যের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রানা এবং লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিবিআই প্রধানের পদ থেকে অবসর নেন ঋষিকুমার শুক্লা। আর তারপর থেকেই সিবিআই প্রধানের দায়িত্ব সামলেছেন সিবিআই এর অতিরিক্ত ডিরেক্টর প্রবীণ সিনহা। কিন্তু এবার নতুন ডিরেক্টর আসার সময় হয়ে গিয়েছে এবং শোনা যাচ্ছে, সেই দৌড়ে এগিয়ে রয়েছেন রাকেশ আস্থানা, ওয়াইসি মোদি সহ বেশ কয়েকজন আইপিএস অফিসার। জানা গিয়েছে, আজকে সন্ধ্যে সাতটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেখানেই পরবর্তী সিবিআই প্রধান কে হবেন তার সিদ্ধান্ত গৃহীত হবে। প্রসঙ্গত মনে করা হচ্ছে, রাকেশ আস্থানা এবং ওয়াইসি মোদী সিবিআই প্রধানের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন এবং দুজনেই প্রবীণতম অফিসার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি রাজনৈতিক মহলের অলিন্দে কিন্তু শোনা যাচ্ছে অন্য কথা। এই দুই অফিসার প্রধানমন্ত্রীর আস্থাভাজন অন্য কারণেও। প্রসঙ্গত গোধরা কান্ডে ক্লিনচিট পেয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী শুধুমাত্র এই দুই অফিসারের ওপর ভর করে। বর্তমানে গুজরাট ক্যাডারের আইপিএস রাকেশ আস্থানা বিএসএফ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে ওয়াইসি মোদী রয়েছেন এনআইএ ডিজি পদে। তবে শুধুমাত্র এই দুজন নন, সিবিআই প্রধানের পদের দৌড়ে রয়েছেন সিআইএসএফ প্রধান সুবোধ জয়সওয়াল, উত্তরপ্রদেশ পুলিশের ডিজি হীতেশ চন্দ্র অবস্থি, কেরল ক্যাডারের লোকনাথ বেহরা, গুজরাট এসিবি চীফ কেশব কুমার, আইটিবিপির ডিজি এসএস দেশওয়াল।

প্রসঙ্গত রাকেশ আস্থানা সিবিআই এর স্পেশাল ডিরেক্টর পদে যখন ছিলেন, তখন তৎকালীন ডিরেক্টর আলক বর্মার সঙ্গে কিন্তু ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছিল। দু’জনকেই একে অপরের বিরুদ্ধে মামলা করতে দেখা গিয়েছিল আপনার বিরুদ্ধে। ঘুষ নেওয়ার অভিযোগ ছিল আস্থানার বিরদ্ধে। অন্যদিকে সরকারি সূত্রে জানা যাচ্ছে, সিবিআই ডিরেক্টর পদে রাকেশ আস্থানার বিরুদ্ধে হওয়া দুটি দুর্নীতি থেকেই ইতিমধ্যে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ ছিল, সেখান থেকেও তিনি মুক্তি পেয়েছেন বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে রাকেশ আস্থানার দিকেই কিন্তু রাজনৈতিক মহলের নজর রয়েছে। তবে নাম যেহেতু অনেকের আছে। তাই কে হতে চলেছেন সিবিআই প্রধান সেই সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের কমিটি। আপাতত সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!