এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “কে জয়া বচ্চন! এই প্রজন্মের কেউ তাকে চেনে না, পটিয়ে নিয়ে এসেছে” বিস্ফোরক দিলীপ ঘোষ!

“কে জয়া বচ্চন! এই প্রজন্মের কেউ তাকে চেনে না, পটিয়ে নিয়ে এসেছে” বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি যখন মিঠুন চক্রবর্তীকে প্রচারের কাজে লাগাচ্ছে, তখন তৃণমূল শেষ মুহূর্তে তাক লাগিয়ে দিয়েছে তৃতীয় দফার প্রচারের আগে রবিবার তৃণমূলের হয়ে প্রচার করতে কলকাতায় পা রেখেছেন ঘরের মেয়ে জয়া বচ্চন। অর্থাৎ তারকা দিয়ে শেষ মুহূর্তে যে একদল অপর দলকে টেক্কা দিতে চাইছে, তা বলাই যায়।

আর এই পরিস্থিতিতে এবার সেই বিশিষ্ট অভিনেত্রী তথা অমিতাভ বচ্চনের সহধর্মিনী জয়া বচ্চনকে নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে জয়া বচ্চনকে এই প্রজন্মের কজন চেনেন বলে রীতিমত প্রশ্ন তুলে দিলেন তিনি। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে জয়া বচ্চনকে আনা হলেও, তাতে লাভের লাভ কিছুই হবে না বলে দাবি করতে দেখা গেল মেদিনীপুরের বিজেপি সাংসদকে।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই তৃণমূলের পক্ষ থেকে জয়া বচ্চনকে প্রচারে আনা হয়েছে বলে প্রশ্ন করা হয় তাকে। যার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “কে জয়া বচ্চন? এই প্রজন্মের কজন তাকে চেনে? বাংলার প্রতি তার কি অবদান আছে? হ্যাঁ এটা ঠিক, উনি কলকাতার মেয়ে। কাজ করেছেন। কিন্তু সমাজবাদী পার্টির হয়ে এমপি হয়েছিলেন। বাংলার হয়ে ওনাকে কোনোদিন কিছু করতে দেখা যায়নি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই তৃণমূলের হয়ে কেউ আসতে চাইছে না। তাই জয়া বচ্চনকে কোনোভাবে পটিয়ে-পাটিয়ে নিয়ে আসা হয়েছে বলে শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

বিশ্লেষকরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন, জয়া বচ্চনকে তৃণমূল যতই প্রচারের কাজে লাগানোর চেষ্টা করুক না কেন, এতে কোনো সুফল তারা লাভ করতে পারবে না। এক্ষেত্রে জয়া বচ্চনের বাংলার প্রতি অবদানের কথা তুলে ধরে প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। অনেকে বলছেন, মিঠুন চক্রবর্তীকে বিজেপির পক্ষ থেকে প্রচারের কাজে লাগানো হচ্ছে।

আর তার পাল্টা তৃণমূল জয়া বচ্চনকে এনে বাংলা ও বাঙালির আবেগকে জাগিয়ে দিতে চাইছে। আর এই পরিস্থিতিতে সকাল-সকাল দিলীপ ঘোষের এই কটাক্ষ রীতিমত শোরগোল তুলে দিল রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!