এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একে শুভেন্দু, দুয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, নন্দীগ্রাম ফের সংবাদ শিরোনামে, জেনে নিন কারণ!

একে শুভেন্দু, দুয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, নন্দীগ্রাম ফের সংবাদ শিরোনামে, জেনে নিন কারণ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে শুধু নন্দীগ্রামের জল্পনা নয়, গোটা রাজ্য জুড়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আর তার মাঝেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের এবার অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার একদা রাজ্যের পরিবর্তনের খাসতালুক নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী দল ছাড়লে শুধু পূর্ব মেদিনীপুর বা নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য জুড়েই যে তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ধরবে, তা বলার অপেক্ষা রাখে না।

আর এর মাঝেই এবার বিদ্যুতের খুঁটিতে নিখোঁজ প্রধানের পোস্টারকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। জানা গেছে, নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেশ কয়েকদিন ধরে অফিসে আসছিলেন না। যার ফলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছিল। মঙ্গলবার বেশ কিছু জায়গায় নিখোঁজ প্রধান বলে পোস্টার পড়ে। যেখানে পোস্টারের নিচে লেখা রয়েছে নাগরিকবৃন্দ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি এখন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করেছে।

ইতিমধ্যেই তার বিরুদ্ধে এই পোস্টার পড়া নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত প্রধান সবিতা বারিক। তিনি বলেন, “পঞ্চায়েত অফিসের ভেতরে এবং বাইরে কুড়ি- পঁচিশ জন দুষ্কৃতী সকাল 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত দখল করে রাখে। সাধারণ মানুষ ও পঞ্চায়েত কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে। শুধু তাই নয়, তাদের কথামত না চললে খুন করার হুমকি দেওয়া হচ্ছে।” তবে প্রধানের এই কথাকে মানতে নারাজ স্থানীয় বাসিন্দাদের একাংশ।

তাদের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও বা এর সঙ্গে দলের গোষ্ঠী কোন্দলের কোনো যোগ নেই বলে জানিয়ে দিয়েছেন নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূলের চেয়ারম্যান মেঘনাদ পাল। তিনি বলেন, “কিছু দুষ্কৃতী এই ধরনের কার্যকলাপ করছে। এলাকার উন্নয়ন কিছু লোক সহ্য করতে পারছে না। পুলিশ প্রশাসনকে লিখিতভাবে সব জানানো হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃনমূলের পক্ষ থেকে এই ঘটনাকে দুষ্কৃতীদের দিকে ঠেলে দেওয়া হলেও, তা মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেন, “আসলে কাটমানি নিয়ে ভাগাভাগিতে সমস্যার জন্য এই অবস্থা দাঁড়িয়েছে। প্রধান একাই সব কাটমানি খেয়ে ফেলবে, এটা তৃণমূলের এক গোষ্ঠী সহ্য করতে পারছে না। সেজন্য তারা মাঠে নেমেছে।” আর নন্দীগ্রামে তৃণমূল এইরকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে দেখে বিশেষজ্ঞরা কার্যত নানা আশঙ্কা করতে শুরু করেছেন।

তাদের দাবি, এভাবেই যদি চলতে থাকে, তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগামী বিধানসভা নির্বাচনে তাদের জয়ের পথে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর আচার আচরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তার মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শাসকদলের বিড়ম্বনাকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!