এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন্দ্রের নির্দেশ না মানার জের, বড় মাশুল চোকাতে হল আলাপনকে!

কেন্দ্রের নির্দেশ না মানার জের, বড় মাশুল চোকাতে হল আলাপনকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কর্মজীবনের অবসর নেওয়ার দিনেও দিনভর বিতর্কে থাকলেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। 31 মে সোমবার তার চাকরি থেকে অবসর নেওয়ার দিন ছিল। কিন্তু আগেভাগেই তার মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্যের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হওয়ার পরেই একটি চিঠি আসে রাজ্যের কাছে। যেখানে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবসর নেওয়ার দিনে কেন্দ্রের চাকরিতে যোগদান করার নির্দেশ দেওয়া হয়।

আর এর প্রতিবাদে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হবে না বলে জানিয়ে দেন তিনি। আর এই পরিস্থিতিতে সোমবার তার কেন্দ্রের চাকরিতে যোগ দেওয়ার কথা থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের বৈঠকে যোগ দিতে দেখা যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরই তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করেছিল বিশেষজ্ঞরা।

আর সেই মত করেই চাকরি জীবনে অবসরের দিনে আলাপন বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলে দিল কেন্দ্র। জানা গেছে, ইতিমধ্যেই নির্দেশ না মানার জন্য রাজ্যের সদ্য-প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়ার পরেও কেন আলাপন বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মানলেন না, তার জন্যই কেন্দ্র তাকে রিপোর্ট করার নির্দেশ দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, আজ আলাপন বন্দ্যোপাধ্যায় কি করবেন, তা নিয়ে সকলের নজর ছিল। তবে শেষ পর্যন্ত রাজ্যের পক্ষে থেকে কেন্দ্রের ডাকে সাড়া না দিয়ে রাজ্যের বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় এই প্রশাসনিক কর্তাকে। এমনকি তাকে কোনোভাবেই কেন্দ্রের আহবানে সাড়া হবে না বলে জানিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে পাঁচ পাতার একটি চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আলাপন বন্দ্যোপাধ্যায়কে এভাবে ডেকে পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও আক্রমণ করতে দেখা যায় বাংলার প্রশাসনিক প্রধানকে।

আর এই পরিস্থিতিতে কেন্দ্র যে আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে রাজ্যকে আরও চাপে ফেলে দিতে পারে, সেই ব্যাপারটি কার্যত নিশ্চিত ছিল সকলের কাছে। অবশেষে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। এদিকে কেন্দ্র এই ব্যাপারে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করার নির্দেশ দেওয়ার সাথে সাথেই সেই গোটা ঘটনায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “আলাপনের চাকরির মেয়াদ আজ দুপুরে শেষ হয়েছে। তার পরে তাকে দিল্লিতে বদলি করা যায় না। কারণ তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে, তা কেবল মুখ্যসচিব হিসেবে। সুতরাং তাকে দিল্লিতে আর বদলি করা যায় না। কেন্দ্রের কোথাও বিভ্রান্তি হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি চিঠি এসেছে। বলা হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে যোগ দিতে হবে। এই চিঠিতে কোথাও লেখা নেই যে, কি কারনে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। আমি 10 মে যে চিঠি দিয়েছিলাম, সেখানে পরিষ্কার করে নিয়েছিলাম, মেয়াদ বৃদ্ধি করার কারণ কি। আপনাকে এভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কি! সারা দেশে কখনও এমন ঘটনা ঘটেনি। দেশের অন্যতম প্রথম সারির একজন আমলার সঙ্গে কি এসব করা যায়! প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কাজ তো প্রতিহিংসাপরায়ণ।” অর্থাৎ অবসর নেওয়ার পরেও আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতেই কেন্দ্র-রাজ্য যে সংঘাত জিইয়ে রইল, তা বলাই যায়।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, কেন্দ্রীয় সরকারের ডাকে সাড়া না দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় শেষদিন রাজ্য সরকারের মুখ্যসচিব হিসেবে তাঁর কর্মজীবন শেষ করেছেন। তবে কর্মজীবন শেষ করার পরেই তাকে আগামী তিন বছরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন। আর এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন শেষ হওয়ার সাথে সাথেই রাজ্যের কাছে চিঠি পাঠিয়ে দিল্লির নর্থ ব্লকে তাকে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে সরব হয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ন আচরণের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে অবসর নিলেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আগামীদিনেও যে রাজ্য বনাম কেন্দ্রের সঙ্ঘাত চরমে উঠবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!