এখন পড়ছেন
হোম > জাতীয় > কেজরিওয়ালের অস্বস্তি তীব্র করে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের আর্জি হেভিওয়েট আপ বিধায়কের

কেজরিওয়ালের অস্বস্তি তীব্র করে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের আর্জি হেভিওয়েট আপ বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লিতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা সংক্রামিত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এবার এই পরিস্থিতিতে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানালেন আপ বিধায়ক শোয়েব ইকবাল। যিনি দিল্লির মাটিয়া মহলের আপ বিধায়ক। তাঁর এই দাবিতে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। করোনা নিয়ে নাজেহাল অরবিন্দ কেজরিওয়ালের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন তাঁর দলেরই এই হেভিওয়েট বিধায়ক।

দিল্লির করোনা পরিস্থিতিতে উষ্মা প্রকাশ করে বিধায়ক শোয়েব ইকবাল জানালেন যে, দিল্লির এই পরিস্থিতি দেখে তিনি অত্যন্ত ব্যথিত। প্রচন্ড উদ্বিগ্ন আছেন তিনি। রাতে তিনি ঘুমোতে পারছেনা। দিল্লির মানুষ অক্সিজেন, ঔষধপত্র পাচ্ছেন না। তাঁর বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁকে অক্সিজেন, ভেন্টিলেটর দেওয়া যাচ্ছে না। তাঁর কাছে রেমডেসিভিরের প্রেসক্রিপশন থাকা সত্ত্বেও নিরুপায় তিনি। তাঁর ছেলেরা ছোটাছুটি করছেন। একজন বিধায়ক হয়েও সাহায্য করতে না পারা অত্যন্ত লজ্জার বিষয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাটিয়া মহলের বিধায়ক শোয়েব ইকবাল অভিযোগ করেছেন যে, সরকারও কোন সাহায্য করতে পারছে না। তিনি ৬ বারের বিধায়ক ও সবথেকে প্রবীণ, তবু তাঁর ডাকে কেউ সাড়া দিচ্ছেন না। কোন নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের কাছে তাঁর একান্ত অনুরোধ, দিল্লিতে এবারে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। না হলে রাস্তায় পড়ে থাকবে মৃতদেহ। দলের বিধায়কেরই এই ভিডিওবার্তা তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

এ প্রসঙ্গে দিল্লির বিজেপি মুখপাত্র হরিশ খুরানা জানালেন যে, শোয়েব ইকবাল শুধুমাত্র আপ বিধায়কই নন, দিল্লি বিধানসভার অন্যতম অভিজ্ঞ তিনি। তিনি যদি বলেন, দিল্লির পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। তাহলে ঠিকই বলেছেন তিনি। তাঁরাও মনে করছেন যে, রাজধানী এবার কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে যাওয়া উচিত। রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। কারণ, দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে এ বিষয় নিয়ে আম আদমি পার্টির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!