এখন পড়ছেন
হোম > জাতীয় > ৮ দিন পরে সম্মানজনক রফাসূত্র মিলতেই তড়িঘড়ি ধর্ণা প্রত্যাহার অরবিন্দ কেজরিওয়ালের

৮ দিন পরে সম্মানজনক রফাসূত্র মিলতেই তড়িঘড়ি ধর্ণা প্রত্যাহার অরবিন্দ কেজরিওয়ালের


একটানা ৮ দিন অবস্থান বিক্ষোভের পরে অবশেষে ধর্না প্রত্যহার করলেন দিল্লীর আম আদমী পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। উল্লেখ্য দিল্লীতে আইএএস অফিসারদের কাজে ফেরার দাবিতে বিগত এক সপ্তাহ যাবত মন্ত্রী সভার বাকি তিনি মন্ত্রীর সাথে সম্মিলিত ভাবে দিল্লীর রাজ্যপাল অনিল বৈজলের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করেছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমী পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মঙ্গলবার দিল্লীর রাজ্যপাল প্রথমে আইএএস অফিসারদের দিল্লির মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগদানের নির্দেশ দেন এর পরবর্তীতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও সচিবালয়ে গিয়ে আইএএসদের সঙ্গে বৈঠক করেন । রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে রাজ্যপালের থেকে সম্মানজনক সন্ধিপ্রস্তাবের আমন্ত্রন পেয়েই মুখ্যমন্ত্রী তাঁর ধর্ণা কর্মসূচীর প্রত্যাহার করেন।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন ধর্না প্রত্যাহার করে রাজভবন ছাড়ার পরে মুখ্যমন্ত্রী তাঁর দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, ”আইএএস অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনও ক্ষোভ নেই। ৯৯ শতাংশ অফিসারই ভাল। তাঁদের সঙ্গে মিলেমিশেই দিল্লিতে কাজ করব। আইএএস অফিসারদের সামনে রেখে কেন্দ্র এবং উপরাজ্যপালই কলকাঠি নেড়েছেন।” এদিনই সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেন, ”আমলারা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছেন। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!