এখন পড়ছেন
হোম > জাতীয় > কেজরিওয়ালের চোখ এবার ত্রিপুরায় ! বিজেপিকে কাবু করতেই তৎপর আপ !

কেজরিওয়ালের চোখ এবার ত্রিপুরায় ! বিজেপিকে কাবু করতেই তৎপর আপ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  জাতীয় রাজনীতিতে পা বাড়িয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি । দিল্লির পর সরকার গড়েছে পাঞ্জাবে আর এরপরই একের পর এক রাজ্যে নিজের সংগঠনকে বিস্তারের কাজ করে চলেছে আম আদমি পার্টি সেই মতই এদিন বুধবার ত্রিপুরায় নিজেদের সংগঠন কে বৃদ্ধি করার উদ্দেশ্যে আগরতলায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অস্তিত্বের কথা জানিয়ে দিলেন আম আদমি পার্টির উত্তর-পূর্বাঞ্চলের প্রভারি রাজেশ শর্মা ।

এদিন তিনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন  দলের প্রথম কাজ হচ্ছে গোটা রাজ্যে সদস্য গ্রহণ অভিযান এবং  ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন, বিকাশ, হিংসা ও দুর্নীতি মুক্ত করাই হলো তাদের একমাত্র লক্ষ্য সেই সঙ্গে বিদ্যুত্‍, জল, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং মাদক সেবন নিষিদ্ধ করাও তাদের অন্যতম উদ্দেশ্য।এই দল সম্পূর্ণ শক্তি নিয়ে রাজ্যে আসবে। রাজ্যের বুদ্ধিজীবীরা আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ রাখছেন। দিল্লিতে যে ভাবে উন্নয়ন চলছে, ঠিক সেই ভাবে রাজ্যের মানুষ উন্নয়নের মডেল চাইছেন ত্রিপুরায়। তাই রাজ্যের প্রতিটি জেলাতেই আপ-এর কর্মীরা গিয়ে প্রচার চালাবে মানুষ যাতে তাদের দলের সঙ্গে সংযুক্ত হয়। এর পাশাপাশি  এদিন চার জনের বিশেষ কমিটির সদস্যদেরও নাম ঘোষণা করেন তিনি ।

বিশেষজ্ঞদের মতে যেভাবে আপ পার্টি একক লড়াইয়ে জাতীয় রাজনীতিতে সাফল্য অর্জন করছে তাতে আগামী চব্বিশে বিজেপির অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল ।  যেহেতু আগামী চব্বিশে রয়েছে দেশের লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের লক্ষ্যেই দেশের সর্ববৃহৎ শক্তিশালী দল ভারতীয় জনতা পার্টি কে হটাতে উঠে-পড়ে লেগেছে বিরোধী দলগুলি । তবে এখন দেখার বিষয় আগামী দিনে ত্রিপুরায় কতটা সাফল্য অর্জন করতে পারে নবগঠিত আম আদমি পার্টি সেদিকে নজর  থাকবে সকলেরই ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!