এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > কেমন রয়েছেন প্রাক্তন মুখমন্ত্রী? শারীরিক অবস্থাই বা কেমন?

কেমন রয়েছেন প্রাক্তন মুখমন্ত্রী? শারীরিক অবস্থাই বা কেমন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘদিন ধরেই তিনি গৃহবন্দি। সেভাবে রাজনীতিতে নেই অনেকদিন ধরে। ঘরে বসেই শারীরিক অসুস্থতা নিয়ে সময় কাটাতে হচ্ছে তাকে। বাইরে রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ। কিন্তু বামেদের প্রিয় কমরেড তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ ঘরের ভেতরে। মাঝেমধ্যেই তার শরীর খারাপের খবর আসতে শুরু করে। যা উদ্বিগ্ন করে তোলে রাজ্যবাসীকে। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

স্বাভাবিক ভাবেই দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য নানা মহলে প্রার্থনা শুরু করেছিলেন তার অনুগামীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদেববাবুর শারীরিক সুস্থতা কামনা করে “আবার ময়দানে ফিরতে হবেন কমরেড” বলে পোস্ট করেছিলেন। আর এই পরিস্থিতিতে কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী! জানা গেছে, বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

সূত্রের খবর, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও হাসপাতালে ভর্তি হননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার বেশকিছু চিকিৎসক তার শরীরের পরীক্ষা-নিরীক্ষা করেন। জানা গেছে, এদিন সকালে রক্ত পরীক্ষা করার পর রিপোর্টে অনেকটাই উন্নতি দেখা গেছেঋ আগের থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে শুরু করেছে বলে খবর। যা আশার আলো তৈরি করেছে বুদ্ধদেববাবুর আত্মীয়-পরিজন থেকে শুরু করে অনুগামীদের মধ্যে। সম্পূর্ণরূপে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরীভূত করে আবার সুস্থ হয়ে উঠুন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমনটাই চাইছেন সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে শুরু করে। যা চিন্তা বাড়িয়ে দেয় চিকিৎসকদের। আর এই পরিস্থিতিতে নতুন করে অক্সিজেন দিয়ে কোনোমতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়। কিন্তু তার পরেও হাসপাতালে নিয়ে যাওয়া উচিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলে একাংশ দাবি করতে শুরু করেন। কিন্তু বাড়িতে থেকেই চিকিৎসা করানোর পক্ষে সায় ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের।

আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাকে দেখার পর আগের থেকে তার স্বাস্থ্য ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি করলেন চিকিৎসকরা। দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে থাকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অসুস্থতার কারণে এখন আর তেমন বাইরে বের হতে পারেন না। পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে গিয়েছে যে, এই প্রথম নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি তিনি।

বিধানসভা নির্বাচনের মত গুরুত্বপূর্ণ নির্বাচনে বাড়িতে বসেই গৃহবন্দি অবস্থায় কাটাতে হয়েছে তাকে। করোনা পরিস্থিতির কারণে বাইরে বের হওয়ায় নিষেধ ছিল। কিন্তু সম্প্রতি তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা নানা মহলে চিন্তার ভাঁজ সৃষ্টি করে। আর এই অবস্থায় বুদ্ধদেববাবু অনেকটাই সুস্থ বলে জানিয়ে দিলেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!