এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেমন আছেন গীতশ্রী? দুঃখের মাঝেই সুখবর দিলেন মমতা!

কেমন আছেন গীতশ্রী? দুঃখের মাঝেই সুখবর দিলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার যেন গোটা দেশের কাছে শোকের দিন ছিল। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রাণী শোকসন্তপ্ত হয়ে উঠেছিল গোটা দেশ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই শোক প্রকাশ করেন। আর এই পরিস্থিতিতে সরস্বতীর বরকন্যা যখন সকলকে বিদায় জানিয়ে কাঁদিয়ে চলে গেলেন গোটা সংগীত জগতকে, ঠিক তখনই আর এক গীতশ্রীকে নিয়ে কিছুটা হলেও আশার খবর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছুদিন ধরে অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা জানার জন্য উদগ্রীব ছিলেন সকলে। আর এই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো পাওয়া গেল মুখ্যমন্ত্রী মন্তব্যে। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সন্ধ্যা মুখোপাধ্যায় আগের থেকে বেশ কিছুটা ভালো আছেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “ওমিক্রণ হয়েছিল। কিন্তু সেটা কাটিয়ে উঠেছেন। আপাতত অবস্থা স্থিতিশীল। সংকট এখনও কাটেনি। চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন‌। তবে গতকাল যে রিপোর্ট পেয়েছি, তাতে উনি স্থিতিশীল রয়েছেন। ওমিক্রণটা কাটিয়ে উঠেছেন। করোনা রিপোর্ট নেগেটিভ। এটাই এখন সবথেকে বড় মানসিক শান্তি।” বিশেষজ্ঞরা বলছেন, সরস্বতীর বরকন্যা বিদায়ের দিন সকলেই শোকস্তব্ধ। আর এই পরিস্থিতিতে গীতশ্রীকে নিয়ে যখন সকলে চিন্তায়, তখন কিছুটা হলেও আশার খবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!