এখন পড়ছেন
হোম > জাতীয় > কেমন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়? জেনে নিন তাঁর সর্বশেষ শারীরিক পরিস্থিতি

কেমন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়? জেনে নিন তাঁর সর্বশেষ শারীরিক পরিস্থিতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রায় দুই সপ্তাহ ধরে দিল্লির আর্মি অ্যান্ড রেফারেল হসপিটালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় অস্ত্রোপচারের পর থেকেই তিনি গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন। তার পরে তিনি করোনা সংক্রামিত হন। এর সঙ্গেই তাঁর শ্বাসযন্ত্রেও সংক্রমন ঘটেছে। তাই প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত তার অনুগামী সহ সকল দেশবাসী।

আজ শনিবার সকালে নয়া দিল্লির আর্মি অ্যান্ড রেফারেল হসপিটালের বুলেটিনে জানানো হয়েছে যে, প্রণব মুখোপাধ্যায় এর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সেই সঙ্গে তাঁর অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে, তাঁর শ্বাস প্রশ্বাস এর সমস্যাও কিছুটা কম আছে। তবে এখনো তিনি ভেন্টিলেশনেই আছেন। গত বুধবারে তাঁর শারীরিক অবস্থার অনেকটা অবনতি সহ শ্বাসযন্ত্রে সংক্রমণের বিষয়টি সেনা হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছিল। সেদিক থেকে বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ৯ ই আগস্ট রাতের দিকে নিজের রাজাজি মার্কেট বাসভবনে বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাথায় এই আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছিল। এ কারণেই তাঁকে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত থেকে ক্ষরিত জমাট বাঁধা রক্ত বাইরে থেকে বের করে দিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

আর এই অস্ত্রোপচারের পূর্বে নিয়মমাফিক তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। আর তারপরই তাঁর এই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। যদিও সে সময় করোনার কোন উপসর্গ তাঁর শরীরে দেখা যায় নি। সেসময়ে সে চিকিৎসকরা জানিয়েছিলেন, করোনার কারণে কোন কোন সমস্যা তাঁর শরীরে ছিল না। কিন্তু গত বুধবার তাঁর ফুসফুসে সংক্রমনের কথা হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছিল। অন্যদিকে, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে এখনো পর্যন্ত তিনি গভীর কোমায় আচ্ছন্ন হয়ে আছেন। এখনো তিনি সংজ্ঞাহীন।

প্রাক্তন রাষ্ট্রপতির এই সংকটজনক অবস্থায় শঙ্কিত সমগ্র দেশবাসী। সকলেই ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন তার দ্রুত আরোগ্যর জন্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!