এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেমন হবে বিজেপির প্রার্থী তালিকা? আগেভাগেই জানিয়ে দিলেন সুকান্ত! জেনে নিন!

কেমন হবে বিজেপির প্রার্থী তালিকা? আগেভাগেই জানিয়ে দিলেন সুকান্ত! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  অতীতের মত আর ভুল নয়। যাকে তাকে প্রার্থী করা নয়। কলকাতা পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে সময় নিলেও, এবার প্রার্থী তালিকায় সঠিক এবং যোগ্য ব্যক্তিদের রাখতে চাইছে ভারতীয় জনতা পার্টি। যতদূর সম্ভব, আজ অর্থাৎ সোমবার বিজেপি 144 টি আসনে কলকাতা পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে তার আগে দিল্লিতে যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেমন হবে বিজেপির প্রার্থী তালিকা, তা জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, আজ সকাল সকাল দিল্লি উড়ে যান রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আর সেখানেই পৌরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, “আমাদের প্রার্থী তালিকায় এবার সর্বস্তরের মানুষ থাকছেন। ডাক্তার, প্রফেসর থেকে শুরু করে সমাজের যোগ্য ব্যক্তিরা থাকছেন। তবে সকলেই তারা দলের কর্মী। এবারের প্রার্থী তালিকায় দলের কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা ঠিকমতো তৈরি করতে পারেনি। যার ফলে অনেক আসনেই তাদের পরাজয় হয়েছে। এমনকি বিজেপির অন্দরেও তা নিয়ে অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। তাই এবারে কলকাতা পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে যাতে সেরকম কোনো ভুল না হয়, তার জন্য সচেতনভাবে প্রার্থী তালিকা তৈরি করছে গেরুয়া শিবির। অন্তত সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে এমনটাই আভাস পাওয়া গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিজেপি কবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে এবং সেখানে ঠিক কি কি চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!