কেমন রয়েছেন ডঃ মনমোহন সিং ? কি জানালেন AIIMS- এর চিকিৎসারা ! কংগ্রেস জাতীয় রাজনীতি October 15, 2021October 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শারীরিক অসুস্থতার জন্য হঠাৎই গত বুধবার এ ভর্তি হয়েছিলেন এইমসে । AIIMS কার্ডিওলজি বিভাগের তিনি চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে আপাতত তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে । আজ শুক্রবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ডঃ মনমোহন সিং সুস্থ হয়ে উঠছেন দ্রুত চিন্তার কোন কারণ নেই । তাঁর দেখভাল করছেন ডঃ নীতিশ নায়েকের তত্ত্বাবধানে একদল বিশেষজ্ঞ চিকিত্সক । প্রসঙ্গ উল্লেখ্য যে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সেইসঙ্গে হাসপাতালে দেখতে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালব্য , এছাড়াও মনমোহন সিংহ কে দেখতে যান কংগ্রেসের নেতা রাহুল গান্ধি । তবে বড়ো স্বস্তির খবর যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এমনটাই খবর পাওয়া গেছে হাসপাতাল সূত্রের মাধ্যমে । আপনার মতামত জানান -