এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > কেমন থাকবে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া ? জেনেনিন বিস্তারিত

কেমন থাকবে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া ? জেনেনিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ মঙ্গলবার কলকাতায় আবহাওয়ার একটু উন্নতি হয়েছে মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে | তবে আজ রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর এর তরফ থেকে  । সকাল থেকে একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে তবে আগামী বুধবার থেকে আবহাওয়া উন্নতি হলেও আগামী রবিবারে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে  | বর্তমান নিম্নচাপের কারণে উত্তর ও দক্ষিণ 24 পরগনা ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং নদীয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এই সমস্ত জেলাতে এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে  তবে  আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে বলে জানানো হয়েছে । মঙ্গলবার সকালে শহর কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা  ২৫.৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস । সেইসঙ্গে উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ 50 কিলোমিটার/ঘণ্টা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে যার জন্য  সমুদ্রে যেতে নিষেধ জারি  করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!