এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন বারবার বেফাঁস মন্তব্য করছেন মুকুল রায়? কারণটি স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায়

কেন বারবার বেফাঁস মন্তব্য করছেন মুকুল রায়? কারণটি স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায়


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বেফাঁস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন মুকুল রায়। ইতিপূর্বে তিনি বিজেপির জয়ধ্বনি করেছিলেন। আবার তাকে বলতে শোনা যায়, আসন্ন পুরভোটে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি। তাঁর ভুল ধরিয়ে দেবার পর তাকে বলতে শোনা যায়, তৃণমূল জিতবে তো বটেই ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। তার এই বক্তব্যের পর তীব্র শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। তার, এমন মন্তব্যের কারন প্রসঙ্গে এবার বক্তব্য রাখলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, মুকুল রায় যে বক্তব্য রেখেছেন, তা দল সমর্থন করে না। মানসিক সমস্যার কারণেই তিনি এমন কথা বলেছেন। মাঝে বেশ কয়েকবার তিনি যেমন কথা বলেছেন, তাতে মনে হচ্ছে, তাঁর কোন মানসিক সমস্যা হচ্ছে। মানসিক সমস্যার কারণেই এই ধরনের মন্তব্য করেছেন মুকুল রায়। বোলপুরে তাঁর বলা কথা দল অনুমোদন করে না। এটা দলের কোন কথাও নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায়ের বক্তব্য প্রসঙ্গে তার পুত্র শুভ্রাংশু রায় জানান, এদিন দলের কোন অনুষ্ঠান ছিল না, সরকারি অনুষ্ঠানও ছিলনা। তার বাবাকে ডাক্তার একটু বাইরে বের হবার নির্দেশ দিয়েছিলেন। আবহাওয়া পরিবর্তনের কথা বলেছিলেন। তার মায়ের মৃত্যু, করোনার পর তার বাবার পটাশিয়াম, সোডিয়াম লেভেল ওঠানামা করছে। কোথায় কি করছেন? কি বলছেন? তা নিজেও বুঝতে পারছেন না। এটা দলের বক্তব্য নয়। তার বাবা ভুল বলেছেন। তিনি অনুরোধ করছেন, তার বাবার এই বক্তব্যকে বেশি করে না দেখাতে। তার বাবার মানসিক অবস্থা ঠিক নেই। সে কারণে এসব হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!