এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী?আসানসোলের সভা থেকে দিলেন তার জবাব

কেন প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী?আসানসোলের সভা থেকে দিলেন তার জবাব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত হন নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ভার্চুয়াল ভাবে আয়োজিত আসানসোলের সভা থেকে বৈঠকে অনুপস্থিতির কারণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, তাঁকে বৈঠকে ডাকা হয়নি। তাই তিনি সেখানে যোগ দেননি।

আসানসোলের সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রী আজ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বলে, তিনি শুনেছেন। কিন্তু তাঁকে এই বৈঠকে ডাকা হয়নি। এ কারণে তিনি এই বৈঠকে যোগদান করেননি। তিনি শুনেছেন যে, যে সব রাজ্যে করোনার প্রকোপ বেশি, সেখানকার মুখ্যমন্ত্রীদেরই এই বৈঠক ডাকা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর নির্বাচন কমিশনের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর বৈঠক বাতিল হতেই সমস্ত কর্মসূচি নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। সমস্ত নির্দেশিকা রাত সাড়ে দশটাতে আসে। শেষ মুহূর্তে সমস্ত জানানো হয়। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের বাইরে থেকে ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আনা হয়েছে। বিজেপির সমস্ত মন্ত্রীরা রাজ্যে পড়ে রয়েছেন। তাঁদের করোনা পরীক্ষা করানো হয়নি।

এ কারণেই রাজ্যে করোনা বৃদ্ধি পেয়েছে বলে, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও অভিযোগ করেছেন, করোনা বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে কোনরকম সচেতনতা অবলম্বন করা হয়নি। করোনা প্রতিরোধ করতে যে গাইডলাইন রাজ্যকে দেওয়ার কথা ছিল, তা আজও দেওয়া হয়নি। কারণ কেন্দ্রীয় সরকার এই গাইডলাইন এখনো পর্যন্ত প্রস্তুতই করে নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!