এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় অভিযোগ হেভিওয়েট তৃণমূল সাংসদের, জেনে নিন

কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় অভিযোগ হেভিওয়েট তৃণমূল সাংসদের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকার বিরোধ নতুন কিছু নয়। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যেতরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সেই তরজা আরও বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের পক্ষ থেকে আনা কৃষক আইনের বিরোধিতা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সাংবাদিক বৈঠক থেকে ফের আরও একবার সেই কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যেখানে কৃষকদের স্বার্থে অবিলম্বে তা প্রত্যাহার করে নেওয়া উচিত বলে দাবি করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর সেখানেই কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তাকে। হেভিওয়েট এই তৃণমূল নেত্রী বলেন, “প্রথমে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু অত্যাবশ্যকীয় পণ্য থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে মজুদদারদের হাতকে শক্ত করা হয়েছে। এই ধরনের জনবিরোধী বিল কোনো কেন্দ্রীয় সরকার আনতে পারে, এটা ভাবতেও পারিনি। বীজ, সার, কীটনাশক সহ কৃষকদের নানা বিষয়গুলো মাথায় না রেখে এই বিল করা হয়েছে।” আর কোনো কেন্দ্রীয় সরকার এই ধরনের বিল আনতে পারে না বলে কৃষকদের বিদ্রোহকে যেমন আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ, ঠিক তেমনই বিজেপিকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সামনে বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ক্রমাগত তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াতে শুরু করেছে। এক্ষেত্রে রাজ্যের অনুন্নয়নকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাচ্ছে তাদের। কিন্তু এই পরিস্থিতিতে পাল্টা বিজেপিকে চাপে রাখতে এদিন কাকলি ঘোষ দস্তিদার কৃষক আইনের কথা তুলে ধরে গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ করে সরব হলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে এদিন সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকার কৃষকদের জন্য কি কি উন্নয়নমূলক প্রকল্প করেছেন, সেকথাও তুলে ধরেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার কৃষকদের জন্য যে যথেষ্ট উন্নতি করছে, তাও বোঝানোর চেষ্টা করেন এই তৃণমূল নেত্রী। সেদিক থেকে সামনে নির্বাচনের আগে বিজেপির কৃষি আইনের বিরোধিতা করে গেরুয়া শিবিরকে যে তিনি অনেকটাই চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, তা কার্যত নিশ্চিত। সব মিলিয়ে তৃণমূল সাংসদের এই আক্রমণে বিজেপি কতটা চাপে পড়ে এবং কিভাবে তার মোকাবিলা করে, সে দিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!