এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের বক্তব্যে সায় দিল না সুপ্রিম কোর্ট, করোনায় মৃত ব্যক্তিদের নিয়ে বড় নির্দেশ! চাপে কেন্দ্র!

কেন্দ্রের বক্তব্যে সায় দিল না সুপ্রিম কোর্ট, করোনায় মৃত ব্যক্তিদের নিয়ে বড় নির্দেশ! চাপে কেন্দ্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর করোনা ভাইরাসের ঢেউ সামলাতে হচ্ছে ভারতবর্ষকে। আর দুই বছর পর পর করোনা ভাইরাসে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সেদিক থেকে মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। যদিও বা সেই সময় থেকেই করোনায় মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে অবশেষে এই ব্যাপারে কেন্দ্রের বক্তব্যের বিরুদ্ধে গিয়ে, করোনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। আর শীর্ষ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার যথেষ্ট চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এবং এম আর শাহর পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে বিচারপতিরা বলেন, “যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে. এই ব্যাপারে নির্দেশিকা তৈরির জন্য আমরা এনডিএমএকে নির্দেশ দিয়েছি। তারাই স্থির করবে, ক্ষতিপূরণের যুক্তিসঙ্গত পরিমাণ কি হতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এর আগে করোনা ভাইরাসে যারা মারা গিয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। আর সেই সময় কেন্দ্রের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, রাজ্যগুলোর কাছে অত আর্থিক পরিমান না থাকায় এই ব্যাপারে ক্ষতিপূরণ দেওয়া যাবে না। অর্থাৎ সেই সময় থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি স্পষ্ট হয়ে গিয়েছিল।

তবে এই ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার পর অবশেষে আজ শীর্ষ আদালতের পক্ষ থেকে দেওয়া হল নির্দেশ। যেখানে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। যদিও বা এই ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শীর্ষ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!