এখন পড়ছেন
হোম > রাজনীতি > কেন্দ্রের পক্ষ নিয়ে রাজ্যকে ফের কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যপাল, বাড়ছে দ্বৈরথ!

কেন্দ্রের পক্ষ নিয়ে রাজ্যকে ফের কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যপাল, বাড়ছে দ্বৈরথ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত ফের প্রকাশ্যে চলে এল। ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রচারে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। আর এই মুহূর্তে সোমবার সন্ধ্যেবেলা কলকাতার স্ট্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিঁয়ের তিনতলায় পূর্ব রেলের সদর কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যু হয় দমকলকর্মী পুলিশ সহ নয়জন ব্যক্তির। আর তারপরেই ঘটনাস্থলে পৌঁছে রেলের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে রেল কর্তৃপক্ষ। আর এই বিষয়ে মন্তব্য করে কেন্দ্রের পক্ষ নিয়ে কার্যত রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর রাজ্যপালের এই মন্তব্যের ফলে রাজ্য বনাম রাজভবনের দূরত্ব যে আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করল, তা বলাই যায়।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যান রাজ্যপাল জাগদীপ ধনকার। আর তারপরই কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেন তিনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ নিয়ে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। জগদীপ ধনকর বলেন, “ঘটনাস্থলে খবর পাওয়া মাত্রই রেলের আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দমকল অনেক দেরিতে এসেছে। ফলে আগুন ছড়িয়েছে। এছাড়া দমকলের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রেলের বিরুদ্ধে কিছুটা গাফিলতির অভিযোগ তুললেও, পাল্টা রাজ্য সরকারের অধীনে থাকা দমকল ব্যবস্থার কথা তুলে ধরে পাল্টা রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যার ফলে নির্বাচনের মুখে রাজ্যপালের এই মন্তব্যে যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল রাজ্য সরকার, তা বলাই যায়।

পর্যবেক্ষকরা বলছেন, এই ঘটনায় নতুন করে রাজভবন বনাম নবান্নের মধ্যে দূরত্ব তৈরি হল। নির্বাচনের মরসুমে এমনিতেই শাসক-বিরোধী তরজা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে অগ্নিকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে কেন্দ্রের পক্ষ নিয়ে যে কথা বললেন রাজ্যপাল, তাতে পাল্টা শাসক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!