এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের ওপর ভরসা নেই বিজেপি মুখ্যমন্ত্রীর? নয়া মন্তব্যে গুঞ্জন!

কেন্দ্রের ওপর ভরসা নেই বিজেপি মুখ্যমন্ত্রীর? নয়া মন্তব্যে গুঞ্জন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সীমান্তে দুই রাজ্যের সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আসাম এবং মিজোরামের সংঘর্ষ থামাতে পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে কেন্দ্রীয় সরকারকে। গোটা পরিস্থিতি সামাল দিতে দুই রাজ্যের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে আলোচনা শুরু হলেও, তা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যেখানে গোটা পরিস্থিতি সমাধানে সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখছেন তিনি। স্বভাবতই আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েও কেন্দ্রের বিজেপি সরকার যখন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে, তখন কেন শীর্ষ আদালতের উপর ভরসা রাখছেন হিমন্ত বিশ্বশর্মা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সুপ্রিমকোর্টের ওপর ভরসা রাখেন আসামের মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেন, “চিরস্থায়ী সমাধান প্রয়োজন। আর তা সুপ্রিমকোর্টের হাতেই রয়েছে। তারা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব।” অর্থাৎ কোনো আলোচনা নয়, বরঞ্চ আদালতের সিদ্ধান্তের ফলে গোটা বিষয়ে সমাধান সম্ভব বলে জানিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই গোটা বিষয়ে কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “যখন সব রাজ্যে কংগ্রেসের সরকার, তখন যদি সীমানা নির্দিষ্ট করত, তাহলে এমন পরিস্থিতি হত না।” অর্থাৎ একদিকে সমস্যা সমাধানের পথ বাতলে দেওয়া এবং অন্যদিকে নিজের একসময়কার দল কংগ্রেসকে আক্রমণ করে রীতিমতো শোরগোল তুলে দিলেন আসামের মুখ্যমন্ত্রী। বলা বাহুল্য, সম্প্রতি আসাম এবং মিজোরামের সীমান্তে সংঘর্ষের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মৃত্যু হয়েছে এক ব্যক্তি এবং ছয় জন পুলিশের।

আর তারপরেই গোটা বিষয়ে সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ আসতে শুরু করে। যার ফলে কেন্দ্রের পক্ষ থেকে দুই রাজ্যের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তার মাঝেই একটি সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে সমাধান প্রয়োজন বলে জানিয়ে দিলেন হিমন্ত বিশ্বশর্মা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!