এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রকে অনুরোধ রাজ্যের, চিঠি দিয়ে প্রতিবাদ অর্থমন্ত্রীর! জেনে নিন!

কেন্দ্রকে অনুরোধ রাজ্যের, চিঠি দিয়ে প্রতিবাদ অর্থমন্ত্রীর! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে মাঝেমধ্যেই ময়দানে নামতে দেখা যায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। একাধিক জনবিরোধী ইস্যু থেকে শুরু করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বেসরকারিকরণ করে দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে এলআইসি থেকে শুরু করে রেল, বিভিন্ন ক্ষেত্রে বেসরকারিকরণ করা হবে বলেও তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার ময়দানে নামা হয়েছে। আর এবার এই ব্যাপারে আর রাস্তায় নামানো হয়, সরাসরি প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি দিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

যেখানে এলআইসি সহ অন্যান্য সরকারি সংস্থাগুলোকে যেভাবে বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা থেকে যেন সরে আসা হয়, সেই ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানালেন রাজ্যের অর্থমন্ত্রী। যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। অনেকে বলছেন, এবার সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে নিজেদের প্রতিবাদ জানিয়ে দিলেন। এক্ষেত্রে রাজ্য সরকার যেমন নিজেদের আন্তরিকতার বিষয়টি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করল, ঠিক তেমনই কেন্দ্র এই গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করলে রাজ্য যে নিজেদের প্রতিবাদ জানাতে পিছপা হবে না, সেই বিষয়টিও এই চিঠির মধ্যে দিয়ে তুলে ধরলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি লেখেন। যেখানে তিনি লেখেন, “শুনছি, দেশের চার বড় বিমান সংস্থাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। বিমায় আইনেও নাকি বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে। যা বেসরকারিকরণের পথকে সুগম করবে। ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানিকে বেসরকারিকরণ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এটা বাস্তবায়িত হলে গরিব মানুষের দুর্দশা আরও বাড়বে। এলআইসি বিক্রির পরিকল্পনা চলছে। ফলে কোটি কোটি মানুষের জীবনের অনিশ্চয়তা নেমে আসবে।”

আর এখানেই একাংশ বলছেন, এর ফলে কেন্দ্র এবং রাজ্যের সঙ্ঘাত আরও বাড়তে শুরু করবে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে এই বিষয়টিকে তুলে ধরে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সরাসরি সরকারিভাবে রাজ্যের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ না করার আবেদন জানিয়ে চিঠি দিয়ে নিজেদের আপত্তি জানিয়ে দিলেন। যা রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি রাজ্যের এই আবেদনকে মান্যতা দেওয়া না হয়, তাহলে গোটা বিষয়টি নিয়ে আবার সরব হতে পারে রাজ্যের শাসক দল। এমনিতেই বিভিন্ন সময় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার হতে দেখা যায় বাংলার তৃণমূল কংগ্রেসকে। আর এবার এলআইসি সহ একাধিক বিমা সংস্থা বেসরকারিকরণ করে দেওয়ার কথা তুলে ধরে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর চিঠি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এই ব্যাপারে রাজ্যের অর্থমন্ত্রীর চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সামনে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!