এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রকে বদনাম করতে ফের কি মিথ্যা ভাষণ ! একি করলেন অভিষেক ?

কেন্দ্রকে বদনাম করতে ফের কি মিথ্যা ভাষণ ! একি করলেন অভিষেক ?


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না বলে বারবার অভিযোগ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সভা, সমিতিতে সেই একই কথা তুলে ধরতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, তাঁর পথে হেটে তাঁর ভাইপো এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় একই কথা।

সম্প্রতি তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় বেড়িয়ে বিজেপিকে কটাক্ষ করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।আর এবার বীরভূমের মাটি থেকে একশো দিনের কাজের টাকা জোর করে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে সরব হলেন তিনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

সূত্রের খবর, এদিন বীরভূমে একটি দলীয় সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই একশো দিনের কাজে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “জোর করে একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রীয় সরকার। গায়ের জোরে এই সমস্ত কাজ করছে।”আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সরকারের কেউ! তাহলে তিনি কি করে জানলেন যে, জোর করে এই টাকা আটকে রাখা হয়েছে ! গরিব মানুষের একশো দিনের কাজের টাকা দিতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব নেই। কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের পঞ্চায়েতে তৃণমূলের নেতারা সেই টাকা নয়ছয় করেছেন। তারা হিসাব দিতে পারছেন না। তাই হিসাব দিলে অবশ্যই সেই টাকা মিটিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। স্বভাবতই অভিষেক বন্দ্যোপাধ্যায় কুৎসা করছেন বলে কটাক্ষ করছে পদ্ম শিবিরের একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!