এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্র কিষান সম্মান নিধি চালু করতেই, রাজ্যের কৃষকদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্র কিষান সম্মান নিধি চালু করতেই, রাজ্যের কৃষকদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, নির্বাচনে বিজেপি জয় লাভ করলে দেশের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও কিষান সম্মান নিধি প্রকল্প চালু করা হবে। সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ সাহায্য দেয়া হবে কৃষকদের। বিজেপি নির্বাচনে জয়লাভ করতে না পারলেও প্রতিশ্রুতি রক্ষা করেছেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই রাজ্যের ৭ লক্ষেরও বেশি কৃষক কিষান সম্মান নিধির অর্থ পেয়েছেন। আর এবার রাজ্যের কৃষকদের জন্য বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা দ্বিগুণ করে দিলেন তিনি। খেতমজুর বর্গাদারদের ভাতাও দ্বিগুণ করে দিলেন তিনি।

গতকাল রাজ্যের বেশ কিছু এলাকার কৃষকদের হাতে সরকারের পক্ষ থেকে কিছু কিট তুলে দেয়া হয়েছিল। যেখানে ধানের বীজ সহ বেশ কিছু প্রয়োজনীয় বস্তুও রাখা হয়েছিল। এর সঙ্গেই গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন যে, কৃষক বন্ধু প্রকল্পতে এবার থেকে ৫০০০ টাকার পরিবর্তে ১০০০০ হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে। সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে কৃষকদের এই অর্থসাহায্য দেয়া হবে। সেইসঙ্গে ভাতা দ্বিগুণ করা হয়েছে ক্ষেতমজুর বর্গাদারদের ক্ষেত্রেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল নবান্ন থেকে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার ২ একর জমি না থাকলে কৃষকদের অর্থসাহায্য দেয় না। কিন্তু রাজ্য সরকার সকল কৃষকদের অর্থসাহায্য দেবে। তিনি জানিয়েছেন বাংলার ৬০ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন। তিনি দাবি করেছেন, কৃষকদের নিয়ে দেশের মধ্যে প্রথম এত বড় প্রকল্প ঘোষণা করা হল।

প্রসঙ্গত নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী কৃষকদের অর্থ সাহায্য বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতদিন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বছরে ৫ হাজার টাকা অর্থ সাহায্য দেয়া হতো। এবার থেকে তা বাড়িয়ে করা হল ১০ হাজার টাকা। অন্যদিকে, এতদিন পর্যন্ত বর্গাদার ক্ষেতমজুরদের ২ হাজার টাকা অর্থ সাহায্য দেয়া হতো। এবার থেকে তা করা হল ৪ হাজার টাকা। তিনি জানিয়েছেন, গতকাল থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। প্রথম কিস্তির টাকা দিয়ে দেয়া হয়েছে। যা পেতে শুরু করেছেন কৃষকেরা। এ বিষয়ে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন তিনি জেলা শাসকদের উপরে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, বিধানসভা নির্বাচনে বড়োসড়ো সাফল্যের পর এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্য জয়ের পর এবার রয়েছে দেশজয়ের পরিকল্পনা। এই অবস্থায় কৃষকদের পাশের পেতে তাদের মন জয়ের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এজন্য সম্প্রতি তিনি দিল্লির কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে বৈঠক করেছেন। আবার কৃষকদের অর্থসাহায্য বৃদ্ধি করেছেন। কৃষকদের নিয়ে কেন্দ্রের চেয়েও বেশি চিন্তাভাবনা করছেন তিনি, এমন একটা বার্তা দিতে চাইছেন তিনি রাজ্যের কৃষকদের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!