এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কেন্দ্রের সাহায্য রাজ্যকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে

কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কেন্দ্রের সাহায্য রাজ্যকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্র-রাজ্য যতই সংঘাত থাকুক না কেন, মানুষের কাজের জন্য কিন্তু সেই সংঘাত কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চলে। এ রাজ্যও তার বাইরে নয়। এখানেও কেন্দ্রের ‘জলজীবন মিশন প্রকল্প’ চলছে। আর তারই পরিপ্রেক্ষিতে মোদি সরকারের পক্ষ থেকে প্রায় 7 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য। খুব স্বাভাবিকভাবেই এই খবর অত্যন্ত উল্লেখযোগ্য বর্তমান পরিস্থিতিতে। প্রসঙ্গত, পরিস্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে। আর সেই পরিপ্রেক্ষিতেই 2019-20 অর্থবর্ষে বাংলায় 995.33 কোটি টাকা দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন 2024 সালের মধ্যেই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন সকলের বাড়িতে। সেই অনুযায়ী 2020-21 অর্থবর্ষে বাংলার জন্য টাকা বাড়িয়ে করা হয়েছে 1614.18 কোটি টাকা। বর্তমান অর্থবর্ষে আরো একবার পশ্চিমবঙ্গে জলজীবন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় 7 হাজার কোটি টাকা দেওয়ার অনুমোদন এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এই জলজীবন প্রকল্প রূপায়ণে যতটা গতি থাকা প্রয়োজন ছিল,তা কিন্তু নেই। এখনো পর্যন্ত রাজ্যে মাত্র 14 লক্ষ পরিবার বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে।

যেখানে রাজ্যের লক্ষ্য ছিল প্রায় 1 কোটি 63 লক্ষ 25 হাজার পরিবারের কাছে এই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার। জানা গিয়েছে, শেষ 21 মাসে কেন্দ্রীয় এই প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র 1%। কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গের 41357 টি গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা বলা হয়েছিল। কিন্তু মাত্র 12 লক্ষ 48 হাজার পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে বৈঠক করে আগামী দিনের পরিকল্পনা করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং রাজ্য সরকারকে এই কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে আরো গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা দেশের প্রায় 19 কোটি কুড়ি লক্ষ মানুষ এই কেন্দ্রীয় প্রকল্পে উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। করোনা পরিস্থিতিতে এই প্রকল্পের কাজ যাতে কোনোভাবেই বাধা না পায় সেদিকে নজর রাখা হয়েছে। কেন্দ্রের দাবি, ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত কোটি মানুষের কাছে বিশুদ্ধ জল পৌঁছে গিয়েছে। তবে এই প্রকল্পের কাজে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

কিন্তু কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে সমস্ত রকম সাহায্য করা হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। অন্যদিকে রাজ্য বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে রাজ্যে জল জীবন প্রকল্পে এই সুবিশাল টাকা বরাদ্দ করায়। তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্যে পরপর দু’বছর দুটি ঘূর্ণিঝড় আসে। পাশাপাশি করোনা মোকাবিলা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রাজ্য সরকারের কাছে। তাই সব মিলিয়ে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে রাজ্য বেশ কিছুটা পিছিয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!