এখন পড়ছেন
হোম > রাজনীতি > কেন্দ্র-রাজ্য সংঘাতের মূলে আলাপন? মমতার দাবী কেন্দ্রের সহিংস আচরণ প্রকাশ

কেন্দ্র-রাজ্য সংঘাতের মূলে আলাপন? মমতার দাবী কেন্দ্রের সহিংস আচরণ প্রকাশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কয়েকদিন যাবৎ কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছিল রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কার্যমেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে দরবার করেন। কেন্দ্রের তরফ থেকেও সেই আবেদনে মান্যতা দেওয়া হয়। কিন্তু ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ না দেওয়ায় কার্যত আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করে দেওয়া হয়। এরপরেই ফুঁসে উঠেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে আপামর বাঙালি।

তবে আলাপন বন্দ্যোপাধ্যায় শেষ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গতকাল কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে। আর এই নিয়েই গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ব্যাপক ক্ষোভ উগরে দেন কেন্দ্রের প্রতি। কার্যত নজিরবিহীনভাবে কেন্দ্রের স্বেচ্ছাচার নিয়ে একের পর এক আক্রমণ করে চলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, দেশের প্রথম সারির অন্যতম আমলাকে কি এভাবে হিউমিলিয়েট করা যায়?

পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকার আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেই আঘাত হানতে চায়। একইসাথে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারির সুরে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখেন, রাজ্যের উচ্চপদস্থ আমলাকে কি এইভাবে কন্সেন্ট লেটার ছাড়া ডেকে নেওয়া যায়? এক্ষেত্রে আমলাদের ক্রীতদাসরূপে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ভঙ্গিতে জানিয়ে দেন, বাংলা সব সময় মাথা উঁচু করে চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি কোনোভাবেই ভয় পাননি। আলাপন বন্দ্যোপাধ্যায় যেভাবে পদত্যাগ করলেন, তা আসলে রাজ্যের নৈতিক জয় বলে দাবী করলেন মুখ্যমন্ত্রী। তবে বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাথে যা হল, তাকে সাধারণ ঘটনা হিসেবে দেখতে চাইছেন না। বরং কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ হিসেবেই এই ঘটনার বর্ণনা করছেন। পাশাপাশি সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে দেশের সমস্ত বিরোধী রাজ্যগুলিকে একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন।

এই বিরোধিতায় ডাক দিয়েছেন বুদ্ধিজীবীদেরও। আলাপন বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে রাজ্য সরকারি কর্মচারী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকলেও কেন্দ্র-রাজ্য সংঘাত কিন্তু ইতিমধ্যেই শেষ হচ্ছেনা বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সূত্রের খবর, ইতিমধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে কেন্দ্রের শোকজ লেটার, যা রীতিমতো চাঞ্চল্য জাগিয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনার রেশ যে রাজনৈতিক প্রেক্ষপটে আরও বেশ কিছুদিন থাকবে সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!