কেন্দ্রের এই বিমা প্রকল্পে বছরে দু লক্ষ টাকার জীবনবিমা কভারেজ জাতীয় August 10, 2021August 10, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জীবনবিমা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি মানুষের জীবনের উন্নতির স্বার্থে ,ভবিষ্যতের আর্থিক দিকটা কে মজবুত রাখতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক দুর্দান্ত প্রকল্প আনা হয়েছে । প্রকল্পের নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এখানে আপনি প্রতিমাসে এক টাকা করে দিলেই পেয়ে যাবেন দু লক্ষ টাকার কভারেজ জীবনবিমা । কেন্দ্রীয় সরকার এই যোজনার অধীনে বছরে মাত্র 12 টাকার বিনিময়ে দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনার কভারেজ পেয়ে যাবেন । প্রতি মাসের প্রথম তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাাকাউন্ট থেকে এই বিমার প্রিমিয়াম কেটে যাবে অটোমেটিক ।এই প্রকল্পের অধীনে যদি কোন বিমাকৃত ব্যক্তি দুর্ঘটনায় মারা যান বা পুরোপুরি অক্ষম হয়ে যান, তবে তাঁর পরিবার ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পাবেন । আপনার মতামত জানান -