এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, রাজ্যের প্রাপ্য আদায়ে বিরোধীদের পাশে চাইলো তৃণমূল

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, রাজ্যের প্রাপ্য আদায়ে বিরোধীদের পাশে চাইলো তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের প্রাপ্য আদায় করতে বিরোধীদের সরকারের পাশে থাকার আর্জি জানালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানালেন করোনার কারণে রাজ্যের আয় যথেষ্ট কমে গেছে। তাই বিরোধী দলের কাছে তাঁর আর্জি, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা আদায়ে তাঁরা রাজ্যকে সহযোগিতা করুন। এছাড়া বিরোধীদের কাছে তিনি অনুরোধ করলেন, রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যে ভ্যাকসিন পাঠানোর জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানান তাঁরা।

গতকাল বিধানসভায় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য রেখেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানালেন, দেশে এমন কোন রাজ্য নেই, যেখানে করোনার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করে সরকার মাথা তুলে দাঁড়াতে পেরেছে। তিনি দাবি করেন, একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে। পরপর দুবার প্রাকৃতিক বিপর্যয় ও করোনা মহামারীর মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন।

এছাড়া ভ্যাকসিনের ঘাটতি ও ভ্যাকসিন নিয়ে নানা অভিযোগের জবাবে তিনি জানালেন, কেন্দ্রীয় সরকারের কাছে বারবার ভ্যাকসিনের দাবি করলেও রাজ্যকে ভ্যাকসিন দেওয়া হয়নি। করোনা সংক্রমণ কালে বিভিন্ন রাজ্য দুর্মূল্য করোনা ভ্যাকসিনের অপচয় করেছে কিন্তু পশ্চিমবঙ্গ তা করেনি। পশ্চিমবঙ্গে সমস্ত কিছুই নিয়ম মেনে হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বিরোধীদলের প্রতিনিধিদের উদ্দেশ্যে একাধিক আর্জি জানালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি অনুরোধ করলেন রাজ্যের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ভ্যাকসিনের দাবি তুলুন বিরোধী বিধায়কেরা। এছাড়া রাজ্যের প্রাপ্য অর্থ আদায়ের জন্য কেন্দ্রের কাছে দাবি জানাতে বিরোধীদের পাশে চাইলেন তিনি। রাজ্যের কোষাগারের অবস্থা যে খুব একটা ভালো নয়, তারও একটা ইঙ্গিত করেছেন তিনি।

আবার, গতকাল মুকুল রায়কে পিএসি চেয়ারম্যানের পদে আনা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, পিএসির চেয়ারম্যান হিসেবে সাতজন বিজেপি বিধায়কের মধ্যে সংসদীয় রাজনীতির অভিজ্ঞতার নিরিখে মুকুল রায়কে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন বিধানসভার স্পিকার। মুকুল রায় বিজেপির সদস্য। এ প্রসঙ্গে ১৬ তারিখ বক্তব্য রাখবেন মুকুল রায়। তখন দেখা যাবে মুকুল রায় এই মুহূর্তে বিজেপির সদস্য আছেন কিনা? সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা সহ সব দিক থেকে চিন্তা করে স্পিকার এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ তাঁরা সমর্থন করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!