এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের কেন্দ্র রাজ্য সংঘাত আসন্ন, মমতা নিলেন কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত, জেনে নিন

ফের কেন্দ্র রাজ্য সংঘাত আসন্ন, মমতা নিলেন কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার জেপি নাড্ডার বঙ্গ সফরে অভিষেক-গড় ডায়মন্ডহারবারে সভায় যাওয়ার পথে এদিন জেপি নাড্ডা এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। বিক্ষোভকারীরা মুকুল রায়ের গাড়িতেও ভাঙচুর করে বলে জানা যায়। সেইসঙ্গে বিজেপি নেতা অনুপম হাজরার গাড়িতেও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

অন্যদিকে, এই ঘটনায় কৈলাস বিজয়বর্গীয় হাতে চোট পেয়েছেন বলে জানা যায়। এরপর পরিস্থিতি বেগতিক দেখে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অমিত শাহর মন্ত্রককে ঘটনার বিস্তারিত তথ্য জানান বলে জানা যায়। এছাড়া অমিত শাহর সঙ্গে জেপি নাড্ডার কথা হয়।

তথ্য সূত্রে জানা গেছে, এই চিঠি পেয়েই নাকি কেন্দ্র নড়েচড়ে বসেছে। কেন্দ্রের তরফে রাজ্যের থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলেও জানা যায়। সেইসঙ্গে ওই হামলার ঘটনা এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশদে জানতে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে আগামী ১৪ই ডিসেম্বর দিল্লিতে বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়েছিল বলেও জানা যায়।

আপনার মতামত জানান -

কিন্তু সেখানে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেই ডাকে, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সাড়া দিলেন না বলেই জানা গেছে। শুক্রবার নবান্নের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে লেখা চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, বৃহস্পতিবার জেড-ক্যাটেগরি সুরক্ষাপ্রাপ্ত নড্ডা-সহ বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় রাজ্য প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

সেই সঙ্গে তিনি জানান যে, জেপি নড্ডার জন্য রাজ্যই পুলিশ বুলেটপ্রুফ গাড়ি এবং পাইলট কারের ব্যবস্থা করেছিল। রাজ্য পুলিশের সঙ্গে সিআরপিএফ বাহিনীও কনভয়ে ছিল বলেও জানান তিনি। শুধু তাই নয়, রাজ্য পুলিশের এক ডিআইজি নিজে এলাকায় গিয়ে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করে বলেও নাকি জানিয়েছিলেন তিনি।

সেইসঙ্গে তাঁর কনভয়ে ৪ জন অতিরিক্ত সুপার, ৮ জন ডিএসপি, ৭০ জন সাব-ইনস্পেক্টর এবং এএসআই, ৪০ জন র‌্যাফ জওয়ান, ২৫৯ জন কনস্টেবলের সঙ্গে ৩৫০ জন অতিরিক্ত বাহিনী রাজ্য দিয়েছিল বলে জানান তিনি। তাঁর কথায়, সুরক্ষা ব্যবস্থায় নিযুক্ত নিরাপত্তা কর্মীরা তাঁদের দায়িত্ব যথাযথ ভাবেই পালন করেছেন।

তাই জন্যই জেপি নড্ডা-সহ নিরাপত্তা প্রাপ্ত নেতাদের গাড়িগুলি হামলার শিকার হয়নি বলেই দাবি করেছেন তিনি। তবে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ হিসেবে তিনি জানান, তাঁর মতে নিরাপত্তা জন্য নথিভুক্ত নয় এমন বহু গাড়ি কনভয়ে ঢুকে পড়েছিল, সেই জন্যই এই ঘটনা ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে বৃহস্পতিবারের ঘটনার পরে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় যে ৩টি মামলা রুজু করেছে তার মধ্যে উস্তি এবং ফলতা থানায় রুজু মামলা দু’টিতে সুনির্দিষ্ট ভাবে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে বলেই চিঠিতে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে ওই দু’টি মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও চিঠিতে জানিয়েছেন বলেই জানান তিনি।

সেখানে রাজ্য সরকার বিষয়টিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে এই পরিস্থিতিতে, ওই বৈঠকে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন বলেই জানা গেছে। শুক্রবার সকালে বিজেপি সম্পাদক বিএল সন্তোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই চিঠির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন বলে জানা যায়।

এরপর টুইটারে তিনি লেখেন, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলা, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে আগামী ১৪ ডিসেম্বর দিল্লিতে তলব করেছে। সেখানে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজে লাগাম টানার জন্য দেশে সংবিধান এবং অসংখ্য আইন রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত বলেই এদিন কটাক্ষ করেছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!