এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যে জন্য, নিজেই করছেন সেই কাজ! মমতার বিরুদ্ধে ক্ষোভ বিরোধীদের

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যে জন্য, নিজেই করছেন সেই কাজ! মমতার বিরুদ্ধে ক্ষোভ বিরোধীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর এক বিশেষ ঘোষণায় জানালেন, ” আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই দিবসিয় বর্ষাকালীন অধিবেশনের সময় করোনার কথা মাথায় রেখে আর সময়ের অভাবে কোন প্রশ্নোত্তর পর্ব রাখা হবে না।” এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান যে, বিধানসভার অধিবেশনে যদি প্রশ্নোত্তর পর্ব রাখা হয়, তাহলে অধিবেশন অকারণ দীর্ঘায়িত হবে। রাজ্যে করোনা মহামারীর সময় অধিবেশনকে দীর্ঘায়িত করে দিয়ে অযথা সময় নষ্ট করার পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও গত শুক্রবার জানালেন, আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে আরম্ভ হওয়া দুই দিবসীয় বিধানসভার অধিবেশনে উপযুক্ত সময়ের এভাবে ও সেইসঙ্গে রাজ্যের ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে প্রশ্নোত্তর পর্ব বন্ধ রাখা হবে।

বিধানসভার স্পিকারের ও মুখ্যমন্ত্রীর এই প্রশ্নত্তোর পর্ব বন্ধের ঘোষণার পর থেকেই রাজ্য বিজেপির তরফ থেকে তুমুল সমালোচনা করা হলো রাজ্য সরকারকে। বিধানসভার অধিবেশন থেকে প্রশ্নোত্তর পর্ব বিলোপের জন্য রাজ্যের শাসক দলকে ‘দুমুখো সাপ’ বলে কটাক্ষ করল রাজ্য বিজেপি। কারণ একদিন আগেই তৃণমূলের সংসদের লোকসভা থেকে প্রশ্নোত্তর পর্ব তুলে দেবার কারণে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল। কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূলদলের সংসদের বলেছিলেন যে, লোকসভা থেকে প্রশ্নোত্তর তুলে দেওয়া কেন্দ্রের গণতন্ত্র বিরোধী একটি পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার প্রশ্নোত্তর পর্ব বিলোপ করে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার অপপ্রয়াস চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার একই অভিযোগে রাজ্যের শাসক দলকে অভিযুক্ত করলেন রাজ্য বিজেপির বিধায়ক দলের নেতা মনোজ টিজ্ঞা। রাজ্য সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, ” তৃণমূল কংগ্রেস একদিকে সংসদে প্রশ্নোত্তর পর্ব না থাকার কারণে কেন্দ্র সরকারকে তুলোধোনা করছে। আরেকদিকে নিজেরাই বিধানসভা থেকে প্রশ্নোত্তর পর্ব তুলে দিচ্ছে।”

রাজ্য বিজেপি নেতা মনোজ টিজ্ঞা প্রসঙ্গত জানালেন যে, তৃণমূল দলের সাংসদেরা আগামী অধিবেশন চলাকালীন সংসদে প্রশ্ন-উত্তর পর্ব বহাল রাখার দাবি জানিয়েছেন, কিন্তু খোদ তৃণমূল দলেরই মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভা থেকে প্রশ্ন উত্তর পর্ব তুলে দিলেন। এই প্রসঙ্গে শাসকদল তৃণমূলকে আক্রমণ করে তিনি বললেন, ” এটা দলের দুমোখো অ্যাজেন্ডা ছাড়া আর কিছুই না। বিরোধিতা করতে হয় তাই করছে।”

তবে কংগ্রেস, বাম প্রমূখ বিরোধী দলগুলো এই বিষয় নিয়ে নির্বাক ভূমিকায় পালন করলেন উপযুক্ত তথ্যের অভাবে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানালেন, ” আমরা এই বিষয়ে খুব একটা বেশি জানিনা, তাই আমরা এই নিয়ে তেমন কিছু মন্তব্য
করতে পারছি না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!