এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রের বিরুদ্ধে থাকা বক্তব্যে সম্মতি নয়? রাজ্যপালের টাইটে নাজেহাল নবান্ন? বড়সড় তথ্য ফাঁস!

কেন্দ্রের বিরুদ্ধে থাকা বক্তব্যে সম্মতি নয়? রাজ্যপালের টাইটে নাজেহাল নবান্ন? বড়সড় তথ্য ফাঁস!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ থেকেই রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। তবে সেই অধিবেশনে রাজ্যপাল কি বক্তব্য রাখবেন, তা আগে থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। তবে রাজ্যপাল বক্তব্য রাখার আগেই তাকে ধন্যবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভা প্রথমে যে বক্তব্য রাজ্যপালকে পাঠ করার জন্য পাঠিয়েছিল, তাতে সম্মতি জানায়নি রাজভবন। যেখানে কেন্দ্রীয় সরকারের বিরোধী অনেক কথা ছিল। আর তা বাদ দেওয়ার কারণে এই রাজ্য সরকার আবার নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে বলেই দাবি করলেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই রাজ্যের রাজ্যের মন্ত্রিসভা বাজেটে অধিবেশনে পাঠ করবার জন্য রাজ্যপালকে একটি বক্তব্য পাঠিয়েছিলেন। যেখানে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক বেশ কিছু কথা ছিল। তবে রাজ্যপাল সেটাতে আপত্তি জানিয়েছেন। আমি রাজ্যপালকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। পরবর্তীতে চাপে পড়ে এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিরোধী যে সমস্ত কথা, সেটা বাদ দিয়ে রাজ্যপালকে বাজেটে পাঠ করবার জন্য বক্তব্য পাঠিয়েছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!