এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের দেওয়া বন্যার টাকা পিকেকে দিয়েছেন মমতা? বিস্ফোরক অভিযোগের টালমাটাল রাজ্য-রাজনীতি!

কেন্দ্রের দেওয়া বন্যার টাকা পিকেকে দিয়েছেন মমতা? বিস্ফোরক অভিযোগের টালমাটাল রাজ্য-রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতিবৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। রাজ্যের পক্ষ থেকে গোটা বিষয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। যদিও বা কেন্দ্রের পক্ষ থেকে সেই অভিযোগ মানা হয়নি। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য টাকা দেওয়া হলেও তা কাজে লাগায়নি তৃণমূল সরকার বলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে সেই টাকা তৃণমূলের নেতা কর্মীদের পকেটে গিয়েছে এবং প্রশান্ত কিশোরকে দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি। স্বাভাবিকভাবেই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রকে যখন দোষারোপ করছে রাজ্য সরকার, তখন দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যের তৃণমূল সরকারকে যথেষ্ট চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন বন্যা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সব ওর ভাইদের পকেটে চলে গিয়েছে। কপালেশ্বর নদীর জন্য 225 কোটি টাকা দিল্লি থেকে নিয়ে এসেছিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানসবাবু। সেই টাকা কোথায় গেল? নদীই খুঁজে পাওয়া যায় না। জল বেরোনোর রাস্তা নেই। ডিভিসিকে খামোখা দোষারোপ করা হচ্ছে। রাজ্যের সঙ্গে কথা বলে তবেই জল ছাড়ছে ডিভিসি। এখন সামলাতে পারছে না বলে ডিভিসিকে দোষ দেওয়া হচ্ছে। সব ভগবানের হাতে ছেড়ে রেখেছেন। রাজ্যে কাজ বলতে শুধু কাটমানি আর প্রশান্ত কিশোরকে সব টাকা দিয়ে দিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে এখন শুরু হয়ে গিয়েছে চর্চা। অনেকে বলছেন, লোকসভা নির্বাচনের পরে প্রশান্ত কিশোরকে তৃণমূল কংগ্রেস তাদের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছিল। আর তারপরেই প্রশান্ত কিশোরকে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা দিয়েছেন বলে অভিযোগ করতে শুরু করেছিল বিরোধীরা। আর এবার সেই কথা তুলে ধরেই বন্যা নিয়ন্ত্রণের যখন কেন্দ্রীয় সরকার রাজ্যকে সাহায্য করছে না বলে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তখন পাল্টা তৃণমূলকে জবাব দিয়ে চাপের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। পাশাপাশি গোটা পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলেও দাবি করেছিলেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানাতেও দেখা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। পাল্টা বিজেপির পক্ষ থেকেও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে দায়ী করা হয়েছিল। আর এবার গোটা বিষয়ে মন্তব্য করে কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো বন্যা নিয়ন্ত্রণের টাকা তৃণমূল কিভাবে ব্যবহার করেছে, সেই ব্যাপারে রীতিমতো বোমা ফাটালেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!