এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষুব্দ কৃষকদের ৮ পাতার চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষুব্দ কৃষকদের ৮ পাতার চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে একাধিক কৃষক সংগঠনের ক্ষোভ, বিক্ষোভ কর্মসূচি তীব্র আকার ধারণ করেছে। দিল্লি ও দিল্লির আশেপাশে যা অত্যন্ত প্রবল। প্রবল শীতের প্রকোপকে উপেক্ষা করে দিল্লিতে উপস্থিত হয়েছেন অসংখ্য বিক্ষুব্ধ কৃষক। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে। সম্প্রতি, প্রতীকী অনশন পালন করলেন বিক্ষোভকারী কৃষকেরা। যে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার বিক্ষুব্ধ কৃষকদের ৮ পাতার একটি চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর তাঁর এই চিঠিতে জানিয়েছেন যে, নয়া কৃষি আইনের পক্ষে আছেন দেশের অধিকাংশ কৃষক। যারা আনন্দিত হয়েছেন এই কৃষি আইন প্রবর্তনের ফলে। কিন্তু, কিছু মহলের ষড়যন্ত্রে কৃষি আইনের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। এই চিঠিতে তিনি আরও লিখেছেন যে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপির বিষয়ে কেন্দ্র কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেবার জন্যও প্রস্তুত আছে।

প্রসঙ্গত, গত মাস থেকেই চলছে নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষুব্ধ কৃষক সংগঠনের ক্ষোভ-বিক্ষোভ। নয়া কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা। কেন্দ্রের পক্ষ থেকে আইন সংশোধনের প্রস্তাব দেয়া হলেও, তা নাকচ করে দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা। বিক্ষুব্ধ কৃষকরা দাবি করেছেন যে, উৎপাদিত ফসলের এমএসপির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। এমএসপির থেকে কম দামে কেউ শস্য কিনলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তার জেল, জরিমানা অথবা দুটোই করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিক্ষুব্ধ কৃষকদের ৮ পাতার চিঠি দিয়েছেন। যে চিঠিতে তিনি দাবি করেছেন যে, নয়া কৃষি আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রচার চালাচ্ছে বিরোধী দল। কিন্তু দেশের অধিকাংশ কৃষক খুশি হয়েছেন এই আইনের ফলে। তিনি জানিয়েছেন যে, তিনি নিজেও কৃষক পরিবারের সদস্য ছিলেন। তাই ছেলেবেলা থেকেই কৃষকদের কষ্টসাধ্য জীবনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

তিনি আরো জানিয়েছেন যে, নতুন কৃষি আইন কার্যকর করার পর থেকে এমএসপি সংগ্রহ পূর্বের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এরপর সরাসরি বিরোধীদের নাম উল্লেখ না করেও তিনি জানিয়েছেন যে, বিরোধী দলের পক্ষ থেকে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এমএসপি, কৃষক মান্ডি কোন কিছুই উঠে যাবে না। তিনি জানিয়েছেন, এদুটিই রাখা হবে। যা লিখিত ভাবে জানাতে প্রস্তুত আছে কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আরো জানিয়েছেন যে, গত ৬ বছর ধরে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এবার নয়া কৃষি আইন প্রবর্তন করে কৃষকদের অতিরিক্ত আয় করার সুযোগ করে দিল কেন্দ্র সরকার। এই আইন বলে কৃষকেরা তাদের কৃষি উৎপাদন যেখানে ইচ্ছে বিক্রি করতে পারবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন যে, মনমোহন সরকারের সময়ে স্বামীনাথন কমিটি যে রিপোর্ট পেশ করেছিল, তার ভিত্তিতেই তৈরি করা হয়েছে
এই আইন।

চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর অভিযোগ করেছেন যে, দেশের একাধিক বিরোধীদল কৃষকদের বিক্ষুব্দ করে গন্ডগোল বাধাবার চেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে, লেহ, লাদাখে সেনা জওয়ানদের আত্মাহুতি নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, আজ তাঁরাই বিক্ষুব্ধ করছেন কৃষকদের। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই চিঠি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই চিঠি পড়ে দেখার জন্য অনুরোধ জানালেন বিক্ষুব্দ কৃষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!