এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন বামেদের

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন বামেদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক মাসেরও বেশি সময় ধরে চলছে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষুব্ধ কৃষকদের আন্দোলন। দিল্লি ও দিল্লির আশেপাশে এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। দিল্লির প্রবল শীতকে উপেক্ষা করে আন্দোলনে শামিল হয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা। আজ বুধবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হতে চলেছে বিক্ষুব্দ কৃষকদের। কৃষকেরা জানিয়ে দিয়েছেন যে, তাঁরা নয়া তিন কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহার চান। সেই সাথে নূন্যতম সমর্থণ মূল্যর নিশ্চয়তা চেয়েছেন তারা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁদের বেশ কয়েকবার বৈঠক হলেও তা থেকে কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এদিকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামলো বাম শিবির।

আজ কলকাতার রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো বামেদের। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে বাম শিবির। কলকাতার রানী রাসমণি রোডে ১৬ টি বামদলের সঙ্গে সঙ্গে কংগ্রেসও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। অন্যদিকে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ জলপাইগুড়ি শহরে একটি শপিং মলের উৎপাদন বন্ধ করে দিলেন বাম নেতারা।

কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে সরব হয়ে উঠেছেন বাম শিবির। আজ মঙ্গলবার জলপাইগুড়ি শহরের মিনিসিপালটি মার্কেট এর কাছে একটি বহুজাতিক সংস্থার শপিংমলের উদ্বোধন হওয়ার কথা ছিল। আজ সকাল ন’টায় এর উদ্বোধন হবার কথা শোনা গিয়েছিল। কিন্তু শপিংমলের উদ্বোধন শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে গেলেন সিপিএমের নেতাকর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ শপিংমলের উদ্বোধন অনুষ্ঠান বন্ধ করে দিলেন বাম নেতা ও কর্মীরা। বাম নেতারা শপিংমলের কর্মীদের বাইরে চলে যেতে বলেন। পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু খোলা যায় নি শপিং মল। বাম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দিল্লির প্রচন্ড ঠান্ডার মধ্যে কৃষকেরা কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন। কেন্দ্র কৃষি আইন প্রণয়ন করে, কর্পোরেট হাউস, একচেটিয়া ব্যবসা করে ঠকাচ্ছে কৃষকদের। এর বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করছে বাম শিবির।

অন্যদিকে, জেলা তৃণমূল শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রের নয়া কৃষি আইন এর বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে তারা সমর্থন জানালেও, শপিংমল বন্ধ করে দেবার মত ঘটনাকে তাঁরা সমর্থন জানাচ্ছে না। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রের বিরুদ্ধে দেশজুড়ে যে কৃষক আন্দোলন চলছে তাকে তারা সমর্থন জানাচ্ছেন। কিন্তু শপিং মল বন্ধ করে দেওয়ার মত পদক্ষেপকে তাঁরা সমর্থন জানাচ্ছেন না।

অন্যদিকে সিপিএমের এই পদক্ষেপকে কটাক্ষ করলো জেলার বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বামফ্রন্ট সরকার ৩৪ বছর ধরে এ রাজ্য শাসন করেছিল। কিন্তু এই সরকার যে শিল্পের সব চাইতে বিরোধী, তার প্রমাণ আজকের এই ঘটনা। জলপাইগুড়ির মানুষ স্বচক্ষে দেখতে পেয়েছেন আজকের এই ঘটনা। এ বিষয়ে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ নেবার দাবি জানানো হলো বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, পুলিশ যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে, তবে এ বিষয়ে সর্বাত্মক আন্দোলন করবে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!