এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের প্রকল্পের নাম বদল ! কড়া পদক্ষেপ নিয়ে নবান্নকে স্পষ্ট বার্তা কেন্দ্রের !

কেন্দ্রের প্রকল্পের নাম বদল ! কড়া পদক্ষেপ নিয়ে নবান্নকে স্পষ্ট বার্তা কেন্দ্রের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে চলছে সেগুলোর অধিকাংশই নাম বদল করে রাজ্য তার নিজেদের মত নাম দিয়ে প্রকল্পগুলিকে চালাচ্ছে বলে এমনটাই অভিযোগ করে আসছে দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দলের বিরোধী শিবির । আর এই মর্মে কেন্দ্র সরকারের কাছে রাজ্যের রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি আর সেই অভিযোগে সাড়া দিয়ে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সুত্রের খবর বাংলা আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না বলে সাফ জানিয়ে নবান্নকে চিঠি পাঠানো কেন্দ্র ।একই সাথে কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ প্রকল্পেও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।

প্রসঙ্গ উল্লেখ্য যে ২০১৬-১৭ আর্থিক বছর থেকেই রাজ্যে চালু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প যেখানে যে সমস্ত পরিবানের উপযুক্ত ঘরবাড়ি না থাকলে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে । তবে এবার কেন্দ্রের সূত্রে জানা যায় যে বাংলা আবাস যোজনার নাম প্রসঙ্গে  ২০১৭ সালে ৩১ আগস্ট একটি চিঠি দেওয়া হয় রাজ্যকে এমনকি ২০২২ সালের ১২ই মে আবারো একটি চিঠি দেওয়া হয়েছে তবুও কোনো সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়ে টাকা না দেওয়ার মতো কড়া পদক্ষেপ নিলো কেন্দ্রের । 

এছাড়া সূত্র মারফত এর পাশাপাশি আরো জানা যাচ্ছে  কেন্দ্রীয় প্রকল্প গুলি রাজ্যে চালানোর জন্য যে নিয়মাবলী রয়েছে, নামবদল তারও পরিপন্থী, ফলে রাজ্যে আবাস যোজনার নামে ‘প্রধানমন্ত্রী’ বদলে ‘বাংলা’ করায় নিয়মভঙ্গ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে কেন্দ্রের এই কড়া পদক্ষেপে রাজ্য সরকার কতটা গুরুত্ব নিয়ে কেন্দ্রের এই চিঠির প্রেক্ষিতে আগামীতে কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!