এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাতে রাজ্যের পাশে দাঁড়ালেন শরদ পাওয়ার

কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাতে রাজ্যের পাশে দাঁড়ালেন শরদ পাওয়ার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা ডায়মন্ড হারবারে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে হামলার মুখে পড়েন। ইট-পাথর ছুড়ে হামলা করা হয় তাঁর কনভয়ে। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে শাসকদল তৃণমূলকে। এরপর জগত প্রকাশ নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের তিনজন আইপিএস অফিসারকে তলব করে কেন্দ্র। গত বৃহস্পতিবার এই মর্মে দ্বিতীয় চিঠি দেয় কেন্দ্র। তবে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই রাজ্যের আইপিএস অফিসারদের কেন্দ্রের কাছে পাঠাতে নারাজ। এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী পাশে পেলেন এনসিপি নেতা শরদ পাওয়ারকে।

জে পি নাড্ডার কনভয়ে হামলার পর তিন আইপিএস অফিসারকে তলব করে কেন্দ্র। এরপর থেকেই আইপিএস অফিসারদের ডেপুটেশনকে ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে নামে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কিছুতেই এই আইপিএস অফিসারেকে কেন্দ্রের কাছে যেতে দেবেন না। কেন্দ্রের সঙ্গে এই সংঘাতের ইস্যুতে বেশকিছু অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী দের পাশে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়াল, ভূপেশ বাঘেল, ক্যাপ্টেন অমরিন্দর সিংহ, অশোক গেহলট, এম কে স্ট্যালিন প্রমুখরা এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন।

মুখ্যমন্ত্রীর পাশে থাকার জন্য এদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল রবিবার বিকেলে এ বিষয়ে তিনি একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন যে, রাজ্যের আইপিএসদের ডেপুটেশনে চেয়ে কেন্দ্রীয় সরকার এক্তিয়ার বহির্ভূত ভাবেই হস্তক্ষেপ করেছে রাজ্যের কাজে। এদিকে গত বৃহস্পতিবার কেন্দ্র রাজ্যকে চিঠি পাঠালে মুখ্যমন্ত্রী সেদিন কেন্দ্রকে জানিয়েছেন যে, কেন্দ্রের এই অগণতান্ত্রিক শক্তি প্রদর্শন তিনি কিছুতেই মেনে নেবেন না। আইপিএস অফিসারদের কোনভাবেই ছাড়া হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখেছিলেন যে, রাজ্যের আপত্তি সত্ত্বেও কেন্দ্র দ্বিতীয়বার আইপিএস অফিসারদের ডেপুটেশন চেয়ে চিঠি দিয়েছে। তাঁর দাবি, এটি স্পষ্টভাবে আইপিএস ক্যাডার রুল ১৯৫৪ এর অপপ্রয়োগ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের এক্তিয়ারভুক্ত ব্যাপারে হস্তক্ষেপ করছে কেন্দ্র। রাজ্যের আইপিএস অফিসারদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, ” নির্বাচনর আগে এই তোরজোর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাবধারাটির পরিপন্থী এবং অগণতান্ত্রিক । এই পদক্ষেপ কোনও ভাবেই মানা যায় না। ”

এরপর, গত শুক্রবার টুইট করে মুখ্যমন্ত্রীকে এই ইস্যুতে সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন ভূপেশ বাঘেল, অমরিন্দর সিং প্রমুখরা। এরপর গতকাল এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানালেন এনসিপি নেতা শরদ পাওয়ার। মুখ্যমন্ত্রীকে ফোন করে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন শরদ পাওয়ার। এর সঙ্গে সঙ্গেই আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে প্রচার করার প্রতিশ্রুতিও দিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!