কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ অধীরের, পাল্টা কি বললেন সুকান্ত! কংগ্রেস বিজেপি মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য March 3, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাগরদিঘী বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস। আর তারপরেই সুষ্ঠভাবে নির্বাচন হওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন তিনি। সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, এটা তো অত্যন্ত সত্যি কথা, কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। আমরা মনে করি যে, কেন্দ্রীয় বাহিনী থাকলে কোনো মায়ের কোল খালি হবে না। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। হানাহানি হবে না।” অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানানোয় সেই কেন্দ্রীয় বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -