এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না” বিস্ফোরক দিলীপ ঘোষ!

“কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না” বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যাতে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সমস্ত দিক পরিচালনা করা হয়, তার জন্য প্রথম থেকেই আবেদন করতে দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে। এমনকি সেই মত নির্বাচন পরিস্থিতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। বুথের ভেতরে যাতে রাজ্য পুলিশ ঢুকতে না পারে, তার জন্য দেওয়া হয়েছিল নির্দেশ। এমনকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করতেও দেখা গিয়েছিল নির্বাচন কমিশনকে।

কিন্তু তৃতীয় দফার ভোট প্রচার করতে গিয়ে কোচবিহারে আক্রান্ত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে শীতলকুচিতে তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আর এবার বৃহস্পতিবার জলপাইগুড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমত ব্যবহার করা হচ্ছে না বলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন জলপাইগুড়িতে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “কেন্দ্রীয় বাহিনীর একটা সীমা আছে। পুলিশ যা করবে, কেন্দ্রীয় বাহিনী সেটা করতে পারবে না। আমার ওপর হামলা হল। মাঠে যেখানে সভা হচ্ছে, সেখানে যদি হামলা হয়, তাহলে পুলিশকে দেখতে হবে। পুলিশ আগেই পালিয়ে যাচ্ছে। আমাকে আটকে রেখেছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কিছু করার নেই। যেখানে টেনশন আছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো উচিত। স্থানীয় প্রশাসন সেটা কাজে লাগায়। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে কাজে লাগায়নি।”

অর্থাৎ তার ওপর হামলা হলেও, স্থানীয় প্রশাসনের জন্যই কেন্দ্রীয় বাহিনী কাজ করতে পারছে না বলে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশ্লেষকরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, নির্বাচনের সময় রাজ্য পুলিশের জন্য কিছুটা হলেও অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে রাজ্যের সমস্ত আটঘাট রাজ্য পুলিশের কাছে অবগত। কিন্তু তারা কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমত ব্যবহার না করার কারণেই তার ওপর হামলা হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের সময় যাতে অত্যন্ত কড়া প্রহরা এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সভা-সমিতি করতে পারে, তার জন্য কমিশনের কাছে আবেদন করা হয়েছিল। এমনকি কমিশনের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু করবার জন্য নেওয়া হয়েছিল কড়া পদক্ষেপ। কিন্তু তার পরেও বিজেপি রাজ্য সভাপতির উপর এই হামলা সত্ত্বেও উত্তপ্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন সকলে।

আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জলপাইগুড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি বলে দাবি করে বসলেন দিলীপ ঘোষ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা‌। এক্ষেত্রে কেন রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সমস্ত বিষয় অবগত করছে না, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!