এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, সরব মমতা!

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, সরব মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বারবার নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ বারেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে।

কিন্তু তৃতীয় দফার নির্বাচনের গোঘাট বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। যে ঘটনায় ইতিমধ্যেই ট্যুইটে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই দুই দফার নির্বাচনের পর তৃতীয় দফার নির্বাচন শুরু হতেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিলেন, এখন তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন গোঘাটের 59 এবং 60 নম্বর বুথে মহিলাদের পরিচয় পত্র দেখছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সেখানে তার প্রতিবাদ করেন শেখ আনসার আলী নামে এক ব্যক্তি। তার দাবি, এভাবে পরিচয় পত্র দেখা যায় না। পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন টুইট করে তৃণমূল নেত্রী লেখেন, “কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করা হচ্ছে। একাধিকবার এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও, তারা নীরব দর্শক হয়ে থেকেছেন। বিভিন্ন জায়গায় তৃণমূলের ভোটারদের প্রভাবিত করছে উর্দীধারীদের একাংশ। একটা দলকে ভোট দিতে বলা হচ্ছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দুই দফার ভোটের মধ্যে এই রকম ঘটনা সামনে আসেনি। কিন্তু নির্বাচনী প্রচারে বারবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ভোটের মধ্যে তেমন ভাবে এই ব্যাপারে অভিযোগ করতে দেখা যায়নি তাকে। নন্দীগ্রামের ভোট হওয়ার সময় পথে নেমে সেই ব্যাপারে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী।

আর এবার তৃতীয় দফার ভোটে গোঘাটে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে টুইটে কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী যে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!