এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছাত্রীর! মুহূর্তের মধ্যে ভাইরাল হল ভিডিও!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছাত্রীর! মুহূর্তের মধ্যে ভাইরাল হল ভিডিও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -শীর্ষ আদালতের নির্দেশ যেকোনো মূল্যে পরীক্ষা নিতে হবে। কোনো ভাবেই পরীক্ষা বাতিল করা যাবে না। রাজ্য চাইলে পরীক্ষা পিছতে পারে। তবে বাতিল করা নৈব নৈব চ। এরকম অস্থির পরিস্থিতিতেই সামনের মাসের শুরুতে JEE নিট পরীক্ষার নির্দেশনায় চরম পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের স্বাতী ত্রিপাঠী প্রতিবাদের নতুন মুখ হয়ে উঠেছে।

এমন অবস্থায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে সরাসরি চ্যালেঞ্জ করলো এক নিট পরীক্ষার্থী। তাঁর কথায় দেশব্যাপী যে বন্যা ও অতিবৃষ্টি চলছে সেই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারাটাই খুবই কষ্টকর। এরই সঙ্গে করোনা কারণে অনেকের বাবা মা কর্মহীন হয়ে পড়েছে। তারা কিভাবে নিজেদের ছেলে মেয়েদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে তা নিয়েও কি ভাবছে না সরকার?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, NTA-এর গাইডলাইন ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে সেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের গ্লাভস পরে পরীক্ষা দিতে হবে৷ সে বলে NEET যারা দিচ্ছে তারা সবাই বিজ্ঞানের ছাত্রছাত্রী। তাদের প্রতিটি প্রশ্নের উত্তর অঙ্ক কষে দিতে হয়। যেখানে ডাক্তার ছাড়া অন্য কেউ ৫ মিনিটের বেশী গ্লাভস হাতে পরে থাকতে পারে না, সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে সেটা এতক্ষণ পরে থাকবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনই একটি ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৬০ হাজার মানুষ দেখে ফেলেছেন। লাইক ও রিটুইট হয়েছে প্রায় ৬০০০।

আর এই ভিডিওতেই দেখা গেছে শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা যারা গ্লাভস পরে NEET এর পক্ষে পরীক্ষা নেওয়ার কথা বলছেন, তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মেয়েটির কথায় সেই সব ব্যক্তিরা মাত্র ২০ মিনিট গ্লাভস পরে লিখে দেখাক। এছাড়া মাস্ক ও চশমা পরলে কিছুক্ষণের মধ্যে সেটা ঝাপসা হয়ে যায়। ফলে আর কিছু দেখা যায় না। তাই ছেলেমেয়েদের এই সমস্যা গুলো যদি সমস্যা মনে না হয় তবে তারা নিজেরা সেটা করে দেখাক। তবে এই পরীক্ষা নেওয়ার পিছনে কোচিং মাফিয়াদেরও যোগ আছে বলেও দাবি করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!