এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রীয় টিম নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, ব্যাপক চাপে বিজেপি!

কেন্দ্রীয় টিম নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, ব্যাপক চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে রাজ্য পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। যার কারণে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে রাজ্য সরকার অস্বস্তিতে পড়বে বলে আশা করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু ঠিক তার উল্টো হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যের পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয়নি বলে জানানো হয়েছে। আর এই পরিস্থিতিতে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “এখানে যারা পঞ্চায়েতে অডিট করেন, তারা অস্থায়ী কর্মী। কেন্দ্রের অফিসাররা এসে হোটেলে থেকে বিডিওর দেওয়া পার্টিতে গিয়ে সার্টিফিকেট দিয়েছেন। তার ওপরেই সমস্ত কিছু হচ্ছে। সাধারণ মানুষের অভিজ্ঞতা ঠিক উল্টো।” অর্থাৎ দিলীপ ঘোষ এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আদর আপ্যায়ন করেছে স্থানীয় বিডিও। আর সেই কারণেই কেন্দ্রীয় প্রতিনিধি দল রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের প্রশংসা করেছে। স্বভাবতই কেন্দ্রীয় টিমের বিরোধিতা করে দিলীপ ঘোষ যে বক্তব্য রাখলেন, তা অত্যন্ত চাপে ফেলে দিল গেরুয়া শিবিরকে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!