এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপে চাপে তৃণমূল, কি বললেন মুকুল রায়!

কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপে চাপে তৃণমূল, কি বললেন মুকুল রায়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় এজেন্সির একের পর এক পদক্ষেপে যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। একের পর এক নেতা মন্ত্রী দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার হতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে এর প্রভাব ঘাসফুল শিবিরের অন্দরে পড়তে পারে বলে মনে করছেন একাংশ। তবে এবার গোটা বিষয়ে মন্তব্য করলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।

সূত্রের খবর, এদিন তৃণমূল ভবনে আসেন মুকুল রায়। আর সেখানেই তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “আইন আইনের পথে চলবে। কেন্দ্রীয় এজেন্সি পদক্ষেপ নিতেই পারে। কিন্তু এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে না।” অর্থাৎ স্বাবলীল ভাবেই নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ যে তৃণমূলকে কোনোমতেই চাপে ফেলতে পারবে না, তা স্পষ্ট করে দিলেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!