এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের প্রতি রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের প্রতি রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক বিষয় উঠে এসেছে এই বাজেটে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, করোনা সংক্রমনের ফলে বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রয়াস। তবে, কেন্দ্রের এই বাজেটকে দিশেহারা বলে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানালেন যে, সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। এ কারণে এ বাজেট দিশেহারা ও বিভ্রান্ত।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানালেন যে, এই বাজেটে মধ্যবিত্ত মানুষকে উপেক্ষা করা হয়েছে। দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়ে পড়ছে। বাজেটে চাহিদা বাড়ানোর কোনো চেষ্টাই করা হয়নি। তিনি জানালেন সারাবিশ্বে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়া হলেও, ভারতে তা করা হয়নি। তিনি জানালেন, ইংল্যান্ডে করোনার জন্য কেউ যদি কাজে যোগ দিতে না পারেন, তবে বেতনের ৮০ % তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়া প্রয়োজন। যে টাকা সাধারণ মানুষ খরচ করবেন। এর ফলে চাহিদা বাড়বে। কেইনসের এই নীতি সারা পৃথিবী অনুসরণ করলেও, ভারত তা করেনি। তিনি জানালেন যে, এদেশে চাহিদার বদলে যোগানের পরিমাণ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি জানালেন যে, এই সরকার ম্যাক্রো ইনকনমিকস জানে না। এই সরকার দিশেহারা।

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে রোজগারের ঘাটতি হয়েছে বহু মানুষের। এ কারণে ব্যক্তিগত খরচ ৯.৫ শতাংশ হ্রাস পেয়েছে। আয় কমায় খরচ কমাতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন যে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে চাহিদা বাড়াতে হবে। এই কারণে মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া প্রয়োজন। কিন্তু তা কেন্দ্রীয় সরকার করে নি।

তবে, এ বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিকাঠামোর ক্ষেত্রে বিপুল বরাদ্দ বাড়িয়ে মানুষের হাতে টাকার যোগান বাড়ানো হবে। হাতে টাকা এলে ক্রয় ক্ষমতা বাড়বে মানুষেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ প্রসঙ্গে জানিয়েছেন যে, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে পরিকাঠামোর দিকে বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে। যার ফলে সৃষ্টি হবে কর্মসংস্থান।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!