এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে এক টেবিলে খাওয়া দাওয়া করছেন বিজেপি প্রার্থী, বিতর্ক তুঙ্গে!

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে এক টেবিলে খাওয়া দাওয়া করছেন বিজেপি প্রার্থী, বিতর্ক তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বারবার বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগকে বারবার নস্যাৎ করে দেওয়া হয়েছে। তবে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজ করতে দেখা গেল রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থীকে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যেই শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এইরকম একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। স্বাভাবিক ভাবেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এখন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই গোটা ঘটনায় বিজেপি যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, শুক্রবার রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের একটি ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে দেখা যায়, এক টেবিলে মধ্যাহ্নভোজ সারছেন অসীমবাবু এবং কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান। আর তারপরেই সেই ছবি কমিশনকে খতিয়ে দেখার কথা বলেন তৃণমূল সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে তখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যে বিজেপির বিরুদ্ধে এতদিন তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রভাবিত করার অভিযোগ তুলতে দেখা যেত, সেই বিজেপির প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে এক টেবিলে মধ্যাহ্নভোজ সারছেন, এই ছবি রীতিমত তাক লাগিয়ে দিয়েছে একাংশকে।

কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন তিনি? তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাত পোহালেই নির্বাচন। তার আগে বাহিনীর সঙ্গে বিজেপি প্রার্থীর এই ছবিতেই স্পষ্ট যে, গেরুয়া শিবির নির্বাচনকে প্রভাবিত করছে‌। তবে তৃণমূলের তোলা সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস।

তিনি বলেন, “ওই ছবিতে যে জওয়ানদের দেখা গিয়েছে, তারা ভোটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নন। তারা বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষী।” সব মিলিয়ে নির্বাচনের আগে বিজেপি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমত বিজেপিকে চাপে ফেলে দিল তৃণমূল কংগ্রেস। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!