এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন” পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় দাবি সুকান্তর!

“কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন” পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় দাবি সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন করার কথা জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে সেই নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে হবে, নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, তা নিয়ে অবশ্য এখনও কিছু জানায়নি কমিশন। তবে যতদূর মনে করা হচ্ছে, রাজ্য পুলিশ দিয়েই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু প্রথম থেকেই রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করা কোনোমতেই সম্ভব নয় বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে পুলিশের পরিস্থিতির কথা তুলে ধরে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন করানোর দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “দেখুন, রাজ্য পুলিশ দিয়ে কোনো মতেই শান্তিপূর্ণ নির্বাচন করানো সম্ভব নয়। কারণ এই রাজ্যে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার এদের ভোটের কাজে লাগানো হবে, যারা তৃণমূলের ক্যাডার। তাই শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। রাজ্য পুলিশ দিয়ে এই ভোট করানো সম্ভব নয়।”

বলা বাহুল্য, এই প্রথম নয়, এর আগেও যখনই পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ উঠেছে, তখনই এই দাবি করতে দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আর এবার সেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কেন্দ্রীয় বাহিনীর দাবির ব্যাপারে গর্জে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। স্বভাবতই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবি জোরালো হলে কমিশন কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!