এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা, আত্মরক্ষার কারণেই চলেছে গুলি, টুইট শুভেন্দুর

কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা, আত্মরক্ষার কারণেই চলেছে গুলি, টুইট শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাতে ৪ জন মানুষের মৃত্যু, তোলপাড় করে দিয়েছে রাজ্য রাজনীতিকে। এ বিষয়ে বিজেপিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা। তবে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মরক্ষার কারণেই তাঁরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন।

এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই অভিযুক্ত করেছে বিজেপি শিবির। এবার আত্মরক্ষার তত্ত্বেই সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন আত্মরক্ষার কারণেই গুলি চালাতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আহত জওয়ানের ছবি প্রকাশ করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, গত শনিবার কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে সকাল দশটার সময় কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও ও কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণের অভিযোগ ওঠে একাধিক জনতার বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও দেখা যায়। এসময় আত্মরক্ষার উদ্দেশ্যেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। গুলিতে ৪ জন নিহত হয়, আহত হয় বেশ কিছু মানুষ। এরপর থেকেই এই ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করে রাজ্য রাজনীতিকে তোলপাড় করে তোলে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রেক্ষিতে সম্প্রতি শুভেন্দু অধিকারী এক টুইট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, চতুর্থ দফার ভোট দিন কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিআরপিএফ জওয়ানের উপরে হামলা চালিয়েছিল। বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনায় এক জওয়ান গুরুতর জখম হন। তাই নিজেদের আত্মরক্ষা কারণেই গুলি চালাতে বাধ্য হয় সিআরপিএফ। টুইটে আহত জওয়ানের ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, শীতলকুচির ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনাকে তৃণমূল যে ভাবে ব্যাখ্যা করেছে, তা কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। গতকাল বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুন খারাপির খেলায় বিঘ্ন ঘটেছে। যে স্বচ্ছ ভোট হবার দরকার ছিল, তার চেষ্টা করেছে নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!