এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  কেন্দ্রীয় বাহিনীতে বিরক্ত কালীঘাটের কাকু, “হাইকোর্টে গিয়ে বলুন” পাল্টা দিলীপ!

 কেন্দ্রীয় বাহিনীতে বিরক্ত কালীঘাটের কাকু, “হাইকোর্টে গিয়ে বলুন” পাল্টা দিলীপ!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– গতকাল থেকেই একটি খবর আসে যে, কালীঘাটের কাকু কেন্দ্রীয় বাহিনীর জ্বালায় কার্যত অতিষ্ঠ হয়ে গিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে বলে অভিযোগ তার। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার গোটা বিষয়ে প্রশ্ন করতেই পাল্টা বড় মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এসব বলে লাভ নেই। এই ব্যাপারে অন্য কারও জাজমেন্ট দেওয়ার অধিকার নেই। হাইকোর্ট যদি এরকম বলে থাকে, তাহলে হাইকোর্টে গিয়ে বলুন যে, এটা ঠিক হচ্ছে না। আর পুরো দেশের মানুষের আদালত এবং সেন্ট্রাল ফোর্সের ওপর ভরসা আছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!